আমাদের কথা খুঁজে নিন

   

মতিঝিল অভিযানে আহত একজনের মৃত্যু

তার নাম নজরুল ইসলাম (৩১)। তা বাড়ি নরসিংদীর মনোহরদীতে।
ওই অভিযানের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় নজরুলকে।
মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে জানিয়েছেন ঢামেক ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬ মে ভোর সাড়ে ৪টার দিকে মতিঝিল থেকে নজরুলকে হাসপাতালে আনা হয়েছিলো।


“প্রথমে তার নাম বলা হয়েছিলো আব্দুল্লাহ, পরে রাবেয়া বেগম নামে এক নারী তার নাম নজরুল ইসলাম বলে জানান। ”
নিহত নজরুল হেফাজতকর্মী কি না- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, তা নিশ্চিত হতে পারেননি তারা।
গত ৫ মে হেফাজতের ঢাকা অবরোধের সময় পল্টন এলাকায় ব্যাপক সহিংসতার পর মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতকর্মীরা। ভোররাতে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে হেফাজতকর্মীদের তুলে দেয়।
এই অভিযানে কেউ নিহত হয়নি বলে সরকারের দাবি।

তবে নিহতের সংখ্যা কয়েক হাজার দাবি করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.