ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠনটি শনিবার এক বিবৃতিতে সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছে।
মতিঝিল অভিযান নিয়ে আন্তর্জাতিক ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে বিএনপি দাবি তোলার পর হিউমেন রাইটস এই আহ্বান জানালো।
হেফাজতকেন্দ্রিক এই সহিংসতার সঙ্গে যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে গত ফেব্রুয়ারি ও মার্চে জামায়াতি তাণ্ডবের ফলে সৃষ্ট সংঘাতে মৃত্যুর ঘটনার তদন্তও চেয়েছে হিউমেন রাইটস।
ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠনটির এশিয়া বিভাগের পরিচালক ব্রাড এডামসের ধারণা, নির্বাচনের বছর যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে আরো রক্তস্রোত বইতে পারে বাংলাদেশে।
“স্বাধীন তদন্ত, দায়িত্বশীল আচরণ ও পুলিশের কৌশল বদলানো না হলে সামনে আরো রক্তপাত দেখতে হবে,” বলেছেন তিনি।
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি এবং প্রকাশ্যে নারী-পুরুষ পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবিতে গত ৫ মে ঢাকা অবরোধের পর মতিঝিলে সমাবেশ করে হেফাজত। ওই সমাবেশস্থল থেকে আধা কিলোমিটার এলাকাজুড়ে গাড়ি পুড়িয়ে, ভবনে আগুন ধরিয়ে চলে তাণ্ডব।
হেফাজতকর্মীরা মতিঝিলে টানা অবস্থানের ঘোষণা দিলে রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়।
ওই অভিযানে আড়াই হাজার মানুষ নিহত হয়েছে বলে বিএনপি দাবি করলে প্রথমে পুলিশ এবং পরে সরকারি প্রেসনোটে অভিযানের বিষয়ে বক্তব্য দেয় সরকার।
সরকার বলছে, অভিযানে কেউ নিহত হয়নি।
তবে দিনের সংঘাতে তিন জন পথচারী, একজন পুলিশ সদস্যসহ মোট ১১ জন নিহত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।