আমাদের কথা খুঁজে নিন

   

মতিঝিল

ব্যস্ত রাজধানী আজ নীরব ফুটপাথগুলো আজ খালি ওভারব্রিজে কেউ পা ধরে না চারিদিকে এক অস্বস্তিকর নিরবতা। এ কোন ঢাকা !! আমি নিরবতা চাই না যদিও একদিন আমিই চেয়েছিলাম । আমার অভিশাপ আজ সফল ! ক্ষমা কর প্রভু, তুমি দয়াময় । চাই না নিরবতা, হোক কোলাহলময় । কত রাতের প্রার্থনা এমন যদি হত ঢাকা শহর স্তব্ধ ।

হাজার মানুষের লাশের স্তব্ধতা এভাবে চাইনি আমি । এক দল দম দেওয়া নেকড়ে এক দল পুতুলের রক্ত পান করলো ! মানুষ গুলো তামসা দেখছিল। কি ভয়াবহ সে রাত যেন আরেক যুদ্ধ ! আবারো হাজার মায়ের হাহাকার । রক্তাক্ত অভাগির মন । সব্ধ বোনেরা শিশুরা দিশেহারা ।

নিরবিকার শুধু আমরা , আর এক দল উন্মাদ ! আসাদের সার্ট নিয়ে কেউ কবিতা লিখবে না আসাদ বলে কেউ আর নেই । রাজারবাগের নায়কেরা আজ ভিলেন কেউ তাদের মালা পরাবে না । আমি হতবাগ , কলম সব্ধ । কোন পক্ষ নিব আজ ? ওরা যে আমারি ভাই আমাদের সন্তান , আমাদের ছুরি আজ আমাদের বুকে কে আনন্দ করবে বিজয়ের কে কাঁদবে শোকে ? একদা আমি গর্বিত, আমি বাঙ্গালী আজ আমি লজ্জিত সত্যি লজ্জিত আমি বাঙ্গালী...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.