আইচ্চা নাতীরা তোমরা কওতো, এই বয়সে কি আমি জেনারেল দিয়া পান্থাভাত খাবো? যেই সময় দেওনের দেয়না, বুড়ি হয়ে গেলাম আর আমাকে বানায় কি না জেনারেল। এমনিতে নড়া চড়া করতে আমার হাটু কটকট করে, তার উপর আবার জেনারেল। কই যে যাই? নাতীরা তোমরা সাথে থাইকো, নইলে কবর রেডি করা লাগবে অহনি আসো নাতীরা বাতাসা খাইয়া যাও, চুইষা চুইষা খাইও, চিবাইয়া খাইওনা, দাঁত নষ্ট হইয়া যাইবো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।