আমাদের কথা খুঁজে নিন

   

সফলভাবে মঙ্গলগ্রহে অবতর করেছে কিউরিওসিটি

বাংলাদেশ সময় সকাল ১১টা ৩১ মিনিটে নাসার রোভার কিউরিওসিটি সফলভাবে মঙ্গলগ্রহে অবতরণের সংকেত পেয়েছে নাসা। কিউরিওসিটির এই সাফল্য মঙ্গলযাত্রার ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবে দেখছেন মহাকাশবিজ্ঞানীরা। খবর অরেঞ্জ নিউজ-এর। রেটরো রকেট ব্যবহার করে মঙ্গলের আকাশে ভাসমান একটি স্কাই ক্রেনের সাহায্য নিয়ে মঙ্গলে অবতরণ করে কিউরিওসিটি। মিশন কন্ট্রোল থেকে ‘টাচডাউন কনফার্ম’ ঘোষণা আসার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন নাসার বিজ্ঞানীরা। কিউরিওসিটির মূল লক্ষ্য হচ্ছে, মঙ্গলের বুকে কোনো প্রাণের চিহ্ন আছে কিনা তা নিশ্চিত করা। এ লক্ষ্যে মঙ্গলের গেইল আগ্নেয়গিরির মুখে টানা ৯৮ সপ্তাহ ধরে গবেষণার কাজ করবে কিউরিওসিটি। কিউরিওসিটি যে সত্যিই মঙ্গলে পৌঁছেছে, তার প্রমাণ আসে নভোযানটির অন বোর্ড ক্যামেরা থেকে তোলা মঙ্গলের ভূপৃষ্ঠ আর কিউরিওসিটির চাকার কয়েকটি ছবি থেকে। কিউরিওসিটির ছবিগুলো পৃথিবীতে রিলে করে পাঠায় মঙ্গলের কক্ষপথে ঘুরতে থাকা নাসার মহাকাশযান ওডিসি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.