আমাদের কথা খুঁজে নিন

   

সফলভাবে ড্রোন ওড়াল চীন

চীন প্রথমবারের মতো সফলভাবে রাডার ফাঁকি দেওয়া মানববিহীন বিমান (ড্রোন) ওড়াতে সক্ষম হয়েছে। গত বৃহস্পতিবার তারা এই সাফল্য অর্জন করার কথা দাবি করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রকাশিত দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, চীনা গণমাধ্যমে ড্রোনটির নাম উল্লেখ করা হয়েছে ‘শার্প সোর্ড’ (ধারালো তরবারি)। চীনের আকাশসীমায় প্রায় ২০ মিনিট ধরে ড্রোনটি ওড়ে।

গতকাল চায়না ডেইলিতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘এই উড্ডয়নসাফল্য প্রমাণ করছে যে আকাশপথে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের শক্তির তারতম্য আরও কমে এসেছে। ’
কয়েক বছর ধরে ড্রোন বানানোর কাজ করে আসছে চীন। গত সেপ্টেম্বরে পূর্ব চীন সাগরে অবস্থিত একটি বিরোধপূর্ণ দ্বীপের কাছ থেকে চীনের একটি অজ্ঞাত ড্রোন উড়ে যায়। এতে তীব্র প্রতিক্রিয়া দেখায় জাপান। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে গুলি করে ড্রোন ভূপাতিত করার হুমকি দেয় জাপান।


পশ্চিমাদের সঙ্গে পাল্লা দিয়ে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে চীন। অদৃশ্য ড্রোন প্রযুক্তি এই প্রচেষ্টারই অংশ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.