আমাদের কথা খুঁজে নিন

   

তাকে আমি চোখে দেখিনি

j তাকে আমি চোখে দেখিনি সে কে? সে যে কে,,আর আমার কি,,তা যদি জানতাম ,,,তাহলে হয়ত এত দিনে একটা উপন্যাস লিখে ফেলতাম শুনেছি সে রাজকন্যা ,,সাত সাগর আর তের নদী ওপারের রাজকন্যা ,,,যার জন্য নির্ঘুম রাত কাটানো যায়,,,,যাকে ভেবে গল্প বলা যায় জীবনের. তার সম্পর্কে কি কিছু জান ?? সে একজন চোর...... মানে???? সে স্বর্ণের কাছ থেকে রং চোরি করে রেখেছে নিজের গায়ে,,চাঁদের কাছ থেকে নিয়েছে তার মুখ,,ধনুক তা রেখেছে তার ভ্রূর মাঝখানে,,হরিনীর কাছ থেকে নিয়েছে তার চোখ,,কুকিলের কন্ঠ,,আয়নার শুভা তার ওষ্ঠে ,,সাদা বেগুনের মসৃণতা তার চিবুকে,,সিংহের কাছ থেকে নিয়েছে তার কুমোরের খাজ,পদ্ম ফুলের কুমলতা তার পায়ে,,আর সব চেয়ে বড় কথা ও হরণ করেছে আমার চিত্ত.. তাহলে তো তোমি একজন সাদারণ মানুষ্ আর সে রাজকন্যা? মোটেই না...ভালোবাসলে কেউ আর সাদারণ থাকে না.. আচ্ছা ধর সে হটাত সে হারিয়ে গেল,,ফিরে না আসা পর্যন্ত কি অপেক্ষা করবে?? ধর,,সে ৫ বা আরো পরে ফিরে আসে ,,আমি তখন অপেক্ষা করব,,ততদিনে এই পৃথিবীতে যত কিছুই ঘটুক না কেন!! ও কি জানে এ সব কথা??? মেয়েরা বলে সব গুপন খবর টের পায়,,ওদের অনুভূতি নাকি ওদের সাহায্য করে,,কে ওকে দেখসে,,কে পিছু নিয়েছে এ সব.তাহলে কেন সে এখনো আমায় বুজতে পারল না,,জানি নে.. সে তোমার কোথায় আছে?? তাকে আমি আজ বুঝি নি,,যদিও মাঝে মাঝে আমি নিজেকেও বুঝি না,,ও আমার রক্তের সাথে মিশে আছে,,রক্ত কিভাবে ধুয়ে পরিস্কার করতে হয়,,তা জানা নেই আমার... যদি কখনো দেখা হয়ে যায়,,তাহলে চিনবে ??? যার জন্য আমার প্রতিটি নিস্সাশ ,,যার কথা ভাবলে আমার সাদা আকাশ হয়ে যায় আরো রঙিন,,দখিনা বাতাস এসে ভীর করে ঘরে,,পাখিগুলো দানা ঝাপটায় আনন্দে,,ফুল,,প্রজাপতি গুলো হয়ে আরো রঙিন,,চাঁদ মুখ লুকায় রুপি হেরে যাবার লজ্জায়... তাকে চিনব না.........................................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.