https://www.facebook.com/tanvir.mh বই কেনা শেষে মিরাকে বাসায় দিয়ে আসার পালা। গাড়ি ছাড়া চলাফেরা করতে পারেনা মেয়েটা আবার ফাইরুজরা যাবে নারায়ণগঞ্জ তাই ওদেরকেও আটকে রাখা যায়না। মিরার জন্য খারাপ লাগছে শুধু শুধু তাকে নিয়ে আসছে অভিক একা এলেই পারতো।
অভিকঃ- সিএনজিতে যেতে খুব কষ্ট হবে?
মিরাঃ- খুউউউউউউউউউউউব কষ্ট হবে।
অভিকঃ- একদিন কষ্ট করলে কিছুই হবেনা চলো।
সন্ধ্যা হয়ে আসছে।
মিরাঃ- তুমি না বলছিলে সন্ধ্যা হবেনা!!
অভিকঃ- সন্ধ্যা কথা দিয়ে কথা রাখেনি। আজ মনে হয় সব থেকে ছোট দিন মিরা।
মিরাঃ- আজ ২০শে জুন। কাল হলো সব থেকে বড়দিন।
অভিকঃ-কি শাস্তি দিবে দাও সন্ধ্যার আগমন যেহেতু আমি থামাতে পারিনি।
মিরাঃ- আমি সবাইকে একটা শাস্তিই দিতে পারি যেটা হল মাফ করে দেয়া।
বনানী চলে এল তাদের সিএনজি। অভিক টাটা গুড ভাই বলা শুরু করেছিলো মহাখালি থেকেই।
অভিকঃ- তো আমি যাই এখনই।
কালতো ক্লাসে দেখা হবেই। বেশিক্ষণ তোমার সাথে থাকলে আমার প্রতি বিরক্তি চলে আসবে তোমার।
মিরাঃ- এক কাপ চা খেয়ে যাও অন্তত।
অভিকঃ- না বাদ দাও রাত হয়ে যাবে,এই সময়ে জ্যাম খুব বেশি। আর একদিন চা কফি আর টোষ্ট বিস্কিট একসাথে খেয়ে যাবো তোমার বাসা থেকে।
তাছাড়া চার্জ না থাকার কারনে মোবাইলটাও বন্ধ হয়ে আছে।
মিরাঃ- আচ্ছা যাও বাই। ভয় পেলে বলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি।
অভিক খুব ক্লান্ত ছিলো। সি এন জিতে উঠেই একটু ঘুমিয়ে গেলো।
মিরা বাসায় যেয়ে ভাবলো অভিককে আরো ভালভাবে বলা উচিত ছিল বাসার সামনে থেকে চলে গেলো।
মিরার বাবা বাসায় নেই মা আছে আর তার ছোট ভাই মাহি। ও লেভেল এ পড়ছে। মিরা তাকে মাফিয়া বলে ডাকে।
মাহি মার কাছে গিয়ে বলে আপু আজ রাত করেছে মিরা হাসতে হাসতে মায়ের কাছে গিয়ে বলে হা মা অনেক রাত হয়ে গেছে।
মায়ের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
অভিক কে সিএনজি ওয়ালা ঘুম থেকে তুলে বললো নামেন মামা।
অভিক ভাড়া দিয়ে বাসায় গিয়ে দেখে তার রফিক মামা বসে আছে।
মামাঃ- কিরে ফোন বন্ধ কেন? এতক্ষন কই ছিলি আর বাসার কাউকে তোর ভার্সিটির কারও নাম্বার দিবিনা? আরেকটু লেট হলেতো তোর ভার্সিটি যেতে হতো।
অভিকঃ- কোন সমস্যা মামা? এত রাতে কি ঘটনা?
মামাঃ- কিশোরগঞ্জ চল তোর আম্মার শরীরটা বেশি ভালনা তোকে খুব দেখতে চাইছে।
অভিকঃ- কি হইছে আম্মার? খুলে বলো। আচ্ছা লাগবেনা ফোন দাও কথা বলি।
মায়ের সাথে অভিকের কথা হয়েছে। ভয়ে হটাত হতভম্ব হয়ে গেছিলো। কিন্তু মায়ের কথা শুনে মনে হল অনেক অসুস্থ।
মা তাকে খুব দেখতে চাইছে।
মামার সাথে মামার গাড়ি দিয়ে রওনা হল কিশোরগঞ্জ।
মামাঃ- খাবি কিছু?
অভিকঃ- না বাদ দাও খাওয়ার ইচ্ছা নেই।
৩ঘন্টার পথ রাত ১১ টার দিকেই পৌঁছে গেলো।
অসুস্থ মা তার ছেলে আর ভাইকে পেয়ে মনে হলো আনন্দে কৈশোরে চলে গেলো।
বাবা মা তাকে জড়িয়ে ধরলো । বাবা রসিকতা করে বলে ছেলেটা এত লম্বা হয়ে গেলো এখন কোলেও নেয়া যায়না।
অভিকের মায়ের পায়ে খুব ব্যথা হয় মাঝে মাঝে সেই ব্যাথা সাথে প্রেসার মিলে খুব অসুস্থ হয়ে গেলো।
অভিক ফ্রেশ হয়ে মোবাইল চার্জ দিতে যাবে কারন অনেকক্ষণ থেকেই মোবাইলে চার্জ নেই। মিরাকেতো জানানো দরকার।
কিন্তু মোবাইল আর চার্জ নিচ্ছেনা। কি ঝামেলা!!
মিরাও অনেকক্ষন যাবত অভিককে ট্রাই করে যাচ্ছে। এমনিতেই খারাপ লাগছে বাসার পাশ থেকে অভিক চলে গেলো তাছাড়া আমার জন্য বনানী আসলো।
অভিক রাতে খেতে বসলো। মা অসুস্থ হলে কি হবে তার জন্য বেশি রসুন দিয়ে কবুতর,বেগুন বর্তা,ছোট মুরগীর জোল,বড় চিংড়ি মাছ ঠিকই রান্না করলো।
মিরা ক্লাসে আজ একটু আগেই গেলো। ক্লাস শুরু হল। মিরা ভাবলো ছন্নছাড়া ছেলেটা ৪০ মিনিট পর মনে হয় আসবে।
ক্লাস প্রায় শেষ।
স্যার মিরাকে জিজ্ঞেস করলো তোমার ফ্রেন্ড অভিক সাহেব দেখি আমার সুত্র অনুযায়ীতেই যাচ্ছে প্রথম দিন ২০মিনিট লেট দ্বিতীয় দিন ৪০ মিনিট থেকে আজ ক্লাস মিস।
মিরা মেজাজ খারাপ করে ফোন করে যাচ্ছে আর মেসেজ করে যাচ্ছে অভিককে………………….
আস্তে আস্তে চলবে
তানভীর মাহমুদুল হাসা
আগের পর্ব গুলি
১> Click This Link
২>http://www.somewhereinblog.net/blog/teny246/29644809
৩>http://www.somewhereinblog.net/blog/teny246/29645266
৪>http://www.somewhereinblog.net/blog/teny246/29645559
৫>http://www.somewhereinblog.net/blog/teny246/29645835
৬>http://www.somewhereinblog.net/blog/teny246/29647211
৭>http://www.somewhereinblog.net/blog/teny246/29649451
৮>http://www.somewhereinblog.net/blog/teny246/29650843
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।