আমাদের কথা খুঁজে নিন

   

মিরা (অষ্টম পর্ব)

https://www.facebook.com/tanvir.mh নীলক্ষেত কিভাবে যাবে প্ল্যান হচ্ছে। ফাইরুজঃ জনের গাড়ি দিয়েই চলো চলে যাই। জনঃ-মিরার না ঘোড়া আছে? চলো ঘোড়া দিয়ে যাই অনেক মজা হবে। অভিকঃ- ঘোড়াতে মাত্র ২ টা সিট থাকে। “অভিক মিরা” ঘোড়ায় থাকবে ফাইরুজ আর জন পিছনে পিছনে দৌড়াবে অনেক মজা হবে।

জনঃ-অভিক জীবনে অনেক ভুল করছি,মিরার ঘোড়ার কথাটা বলা ছিল সব থেকে বড় ভুল। অভিকঃ- ড্রাইভার জন ইব্রাহীম গাড়ি নিয়ে এসো। তোমার গাড়িতে আমাদের পদধুলি দিয়ে তাকে ধন্য করে ফেলি। মিরা চুপ করে আছে। মেয়েটা কিছুক্ষন পর পরই চুপ হয়ে যায়,আটকে যায় পুরান দিনের হারানো গানের সিডির মত।

অভিকঃ-কোন সমস্যা মিরা?সমস্যা থাকলে বই কিনতে যাবনা। কারন বেশি বই পড়ে যে গাড়ির নিচে পড়ে সে। মিরাঃ-না অভিক কিন্তু রাত হয়ে যাবেনাতো? অভিকঃ-মিরা চাইলে সূর্যকে থামিয়ে রাখব। চিন্তার কোন কারন নেই রাত হবেনা। মিরাঃ- একা একা বাসায় আসাতো ঝামেলা।

অভিকঃ-আমি নিজে তোমাকে তোমার বাসায় দিয়ে আসব। বাসার ৫ হাত দূরেই থাকবো ভয় পেয়োনা। মুচকি হাসি দিয়ে মিরা বললো, অভিক ভয় শুরু হয়ে গেছে এখনই,২মিনিট কাপতে থাকি ভয়ে? অভিক মিরার এই হাসি দেখলে কিছুক্ষন প্রেমাতাল হয়ে যায়। একটা মানুষ এত সুন্দর করে হাসবে কেন? অভিকঃ-মিরা তুমি আরেকটু কম সুন্দর করে হাসবে। তাদের গাড়ি চলছে।

জন ড্রাইভ করছে সামনের সিটে ফাইরুজ। পিছনে “অভিক মিরা” ফাইরুজঃ- “অভিক মিরা” তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? অভিকঃ- আয় হায় ফাইরুজ তুমি এত সুন্দর বাংলা বলতে পারো!!ফিউচার প্ল্যান না বলে ভবিষ্যৎ পরিকল্পনা। ফাইরুজঃ-বাংলা গালিও কিন্তু পারি মিস্টার অভিক। অভিকঃ-তুমি আমাকে গালি দিলে মিরা তোমাকে গালি দিবে আমি নারী জাতিকে সম্মানসূচক কোন গালি দেই না। মিরাঃ- হুম দিবো ফাইরুজ আর আমি মিলে তোমাকে দিবো।

অভিকঃ- ঐ জন গাড়ি থামা আমার জানের মায়া আছে আমি যাইগা। জন গাড়ি থামিয়ে বললো যা নাম যা। অভিকঃ- আমি নেমেই যেতাম কিন্তু মিরাকে কি করে একা ফেলে যাই!! কথাবার্তায় তাদের বন্ধুত্ব তুই তুই এ নেমে আসলো কিন্তু অভিক আর মিরা এখনও তুমিতেই সীমাবদ্ধ। অভিকঃ- ফাইরুজ তোর প্রশ্নের উত্তর হলো আমি একটা ক্লোজডাউন নামের পেস্টের কোম্পানি দিবো আর সেটার মডেল থাকবে মিরা। সে তার ঘোড়ার উপর বসে পেস্টটা হাতে রেখে হাসি দিতে দিতে বলবে এই হল আমার সুন্দর হাসির রহস্য।

মিরাঃ- এই টাইপের বিজ্ঞাপন করার আগে আমার যাতে মরন হয়। অভিকঃ- অন্তত একটা বিজ্ঞাপন করে মারা যেয়ো। তুমি মারা যাবে কিন্তু আমার বিজ্ঞাপনের মাধ্যমে তোমার হাসি বেচে থাকবে। ফাইরুজঃ- অভিক গুড আইডিয়া তবে আরেকটা কাজ করতে পারিস ঘাসের ব্যবসা করতে পারিস তুই লুঙ্গি পড়ে মিরার ঘোড়াকে ঘাস খাওয়াবি এই ধরনের বিজ্ঞাপন। নীলক্ষেতে নেমে বই দেখতে লাগলো ৪ জন।

অভিকের চোখ যায় শুধু গল্পের বইয়ের দিকে। মিরাঃ- এই যে ভাইয়া এটা বই মেলা নয় আমরা পাঠ্য বই নিতে আসছি। অভিকঃ- তুমি নিলেই হবে সব সময়তো তো তোমার সাথেই লেগে থাকবো। মিরাঃ-মানে কি? অভিকঃ- কিছু কথার মানে খুজতে নেই ম্যাডাম। মিরাঃ- কিছুই খুজতে হবেনা তুমি তোমার গল্পের বই খুজতে থাকো তানভীর মাহমুদুল হাসান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।