আমাদের কথা খুঁজে নিন

   

তোমার বুকের বাম পাশটায় হাত রেখে অনুভব করতে চেয়েছিলাম ...

মায়া লাগাইসে...পিরিতি শিখাইসে…দেওয়ানা বানাইসে… কি জাদু করিয়া বন্দে…মায়া লাগাইসে…...... মন ভালো নেই……… বলতে নাতো কখনোই জোর করে কথা আদায় করেছিলাম… আমাকে বলতেই হবে……একা একা কষ্ট পেতে দেবোনা তোমায়!! কিন্তু থাকতে পারিনি পাশে… রাখতে পারিনি তোমায় দেয়া কথা……… একাকী নিঃসংগ করে দূরে সরে গিয়েছি…… কেঁদেছো তুমি...মুছে দিতে পারিনি চোখের জলখানি…… কিন্তু...! কিন্তু......তোমার হৃদয়ের স্পন্দন কি আমি অনুভব করতে পারিনি বলো?? জানো! এতো মন চেয়েছে...তোমার পাশে বসে থাকতে!! তোমার বুকের বাম পাশটায় হাত রেখে অনুভব করতে চেয়েছিলাম ... আমার জন্যে কেমন করে ধুকধুক করে তোমার হৃদয়খানি!! কিচ্ছুনা! শুধু তোমার কাঁধে মাথা রেখে... তোমার হাতখানি দু'হাতে আকড়ে ধরে বসে থাকতে চেয়েছিলাম...... আর তোমার কষ্টগুলো সব নিজের ক'রে নিতে চেয়েছিলাম!! কিনতু আমার যেন কিছুই করবার ছিলোনা.... বিশ্বাস করো! আমিও থাকিনি ভালো থাকতে পারিনি সুখে! কেমন করে থাকবো সুখে বলো…… প্রাণটা যে তোমার কাছে বন্দী ছিলো! তাইতো পারিনি ভালো থাকতে একা...স্বার্থপরের মতোন! সবাই আমায় হাসতে দেখেছে... কিন্তু হাসির পেছনে যে কান্নার আবরণ ছিলো সে খোঁজ তো কেউ রাখেনি! তাতো শুধু তুমিই জানতে…জানতে না বলো??? তবে কেন মুক্তি দাওনি আমায়??? বোঝনি কেন??? কেন বোঝনি যে.... তোমার কাছে বন্দী আমার প্রাণপাখিটা থেকে থেকে কেবলি ছটফট করে মুক্তির নেশায়!! দোহাই তোমার.....পাখিটাকে মুক্ত করো আজ?? ও আজ সফেদ ডানা মেলুক সোনালী রোদ্দুরে..... ও আজ মুক্তির ঘ্রাণ নিক শুভ্র বাতায়নে...... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ছেলে! তুমি শুধু ভালো থেকো~~~ জেনো ভালোবাসা তোমায় ঘিরে থাকবে চিরদিন~ ~ ** কোন এক কষ্টবেলায় লিখেছিলাম এ নষ্ট কবিতা...... তখন তপুর মন ভালো নেই গানটা খুব শুনতাম দিনরাত! সেই গানের ভাব নিয়ে লিখা শুরু করেছিলাম......পরেই ছিলো ড্রাফটে, সেই মন খারাপের মাঝে একদিন ব্লগার অপু তানভীর এর লিখা বিবর্ণ ভবিষ্যৎ কবিতা টা পড়ে মনটা আরো খারাপ হয়ে গিয়েছিল! কারণ নিজের সাথে বেশ কিছু মিল খুঁজে পেয়েছিলাম!! তাই সেই কবিতার ভাবটাও কিছুটা রয়েছে আমার এই কাব্যে......আজ এই ক্ষণে অবমুক্ত করলাম অত্যন্ত আনন্দের সাথে... উতসর্গঃ যে মানুষটার গল্প পরে আমার ব্লগ জীবনের শুরু! যার চমতকার গল্পগুলো পড়ে অনেক সময়ই প্রচন্ড কষ্ট ভুলে হাসতে পেরেছি! কল্পনার জগতে গল্পের মাধ্যমে ভালোবাসা খুঁজে যিনি ভালো থাকার চেষ্টা করেন নিরন্তর! সেই সাথে ভালো রাখেন আমাদেরও~~ প্রিয় ব্লগার অপু তানভীর কে  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.