এসো নীপবনে সারা জীবন আমি বুকের মধ্যে একটা ব্যথা নিয়ে বেঁচে আছি। বার বার মনে হয় এই বুঝি ব্যথাটা ছড়িয়ে পরবে বুক থেকে শরীরের আনাচে কানাচে। তারপর তীব্র কষ্টের পর হঠাৎ…অনুভূতিহীন না সুখ না অসুখ। কিন্তু না, আমি আজো বেঁচে আছি- বুকের ভেতর একটা ব্যথা লালন করছি, তুমি যেমন তোমার ঘরের পাশে ঝোল বারান্দায় একটা খাঁচায়, লাভবার্ড পালো, তেমনি। তোমার মনে কি আছে কেবল তুমিই জানো- কিন্তু এই লাভবার্ডেরা খাঁচার শিক গলে, বারান্দার শিক গলে আকাশ দেখে এরাও স্বপ্ন দেখে একদিন আকাশে উড়বার। আমার বুকের ব্যথা- তোমার বারান্দায় লাভবার্ড হয়ে ঝুলে আছে। ০৬/০৭/২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।