জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডাকবাংলোয় আজ শনিবার দুপুরে স্থানীয় সাংসদ মুরাদ হাসানের কিল-ঘুষিতে এক আইনজীবী গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম মো. বদরুদ্দোজা। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের আইনজীবী পরিষদের সহসভাপতি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আইনজীবী মো. বদরুদ্দোজা এলাকার উন্নয়নকাজের জন্য আওয়ামী লীগের সাংসদ মুরাদ হাসানের সঙ্গে দেখা করতে ডাকবাংলোয় যান। তিনি নিজ এলাকা হরখালী, দোলভিটিতে একটি রাস্তার কথা বলার সঙ্গে সঙ্গে সাংসদ উত্তেজিত হয়ে ওঠেন।
এ সময় তিনি বদরুদ্দোজাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। কিল-ঘুষির আঘাতে তাঁর মুখ রক্তাক্ত হয়, পাঞ্জাবি রক্তে ভিজে যায় এবং চশমা ভেঙে যায়। পরে সাংসদের নির্দেশে উপজেলা চেয়ারম্যান আবদুল মালেকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী নিয়ে ডাকবাংলোয় এক সভা ডাকা হয়। সভায় আইনজীবী বদরুদ্দোজার কাছে স্থানীয় সাংসদ ক্ষমা প্রার্থনা করেন। সভায় বাজার থেকে নতুন পাঞ্জাবি কিনে এনে তাঁকে পরিয়ে দেওয়া হয়।
আইনজীবী বদরুদ্দোজা ডাকবাংলো থেকে বেরিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে গেলে সেখানেও দলীয় নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা নিয়ে বদরুদ্দোজা গ্রামের বাড়ি ডোয়াইল ইউনিয়নের হরখালীতে চলে যান।
বদরুদ্দোজা বলেন, ‘স্থানীয় সাংসদ আমাকে এভাবে মারধর করবেন আমি কল্পনাও করতে পারিনি। ’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক কিবরিয়া কবির জানান, আহত আইনজীবীর মুখ ফোলা ও জখম ছিল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা বলেন, ‘স্থানীয় সাংসদের এহেন আচরণ খুবই দুঃখজনক।
’
সাংসদ মুরাদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।