জামায়াত সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী জালালকে মঙ্গলবার কারণ দর্শানোর নোটিস দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২।
তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, নোটিসে তা জানতে চাওয়া হয়েছে।
গত ২৭ মে এই সাক্ষীর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন মুজাহিদের আইনজীবী মুন্সী আহসান কবীর।
তবে এই বিষয়ে জানতে চাইলে সাক্ষী জালাল অভিযোগ প্রত্যাখ্যান করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা ‘ষড়যন্ত্রমূলক’ অভিযোগ।
মঙ্গলবার ট্রাইব্যুনালে শুনানিতে জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সহকর্মীর ওপর হামলার বিষয়টির প্রতিকার চান।
জালালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, “এতে আইনজীবীর পেশাগত দায়িত্ব পালনে বাধা তৈরি হয়েছে। ট্রাইবুনালের কাজও বাধাগ্রস্ত হয়েছে।”
রাজ্জাকের আবেদনের পর বিচারকরা নিজেদের মধ্যে আলোচনা করে কারণ দর্শানোর নোটিস দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।