বাংলা আমার দেশ
জামাতে ইসলামী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর নিযুক্ত ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়নি। গতকাল শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর রাত পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের হেফাজতেই ছিলেন তিনি। রাতের এমিরেটসের একটি ফ্লাইটে তাকে লন্ডনে ফেরত পাঠানো হয় বলে বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়। বিদেশে দেশের ভাবমূর্তি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে ভিসা দেয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করার নির্দেশ রয়েছে বলে বিমানবন্দর সূত্র জানায়। যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত ও সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে আইনি লড়াই করতে তিনি বাংলাদেশে এসেছিলেন বলে জানা গেছে।
বিমানবন্দরের অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল সোয়া ৯টার দিকে ক্যাডম্যান বিমানবন্দরে নামেন। কিন্তু বিমানবন্দরের ভিসা সেল থেকেই তাকে ভিসা না দেয়ায় তিনি দেশে ঢুকতে পারেননি। ভিসা সেলের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, তার বিরুদ্ধে কয়েকটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিয়েছে। এ ছাড়া তাকে ভিসা না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চিঠি দেয়া হয়েছে। ওই সব প্রতিবেদন ও চিঠিতে উল্লেখ করা হয়, তিনি বিভিন্ন জায়গায় যুদ্ধাপরাধ-বিষয়ক ট্রাইব্যুনালের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন।
তাই তাকে যেন ভিসা না দেয়া হয়।
উল্লেখ্য, এর আগেও টবি ক্যাডম্যান যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছিলেন এবং ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন তোলেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।