একটা কফিন বয়ে নিয়ে যাচ্ছে আমার কাঁধ এতে আমারই মৃতদেহ একটা নিস্পাপ শিশুর মৃতদেহ একটা কচি নিস্প্রাণ দেহ যে জন্মেছিল অফুরান স্বপ্ন নিয়ে ঈশ্বরের রাজত্বে পাখা মেলে উড়বার বাসনায় ! একটা কফিন যেন একটা পাথর আমার কাঁধ বয়ে নিয়ে যাচ্ছে আমি হাপাচ্ছি তার ভারে যেন উন্মাদের ফুসফুস আমি ! যেন সূর্যতেজের জনক আমি ! কেননা, এই শিশুর হন্তারক আমি আমি কুশিদজীবী দাস কিংবা পদলেহনকারী কর্মচারি মিথ্যের আড়ৎদার ভেজালদাতা শিল্পমালিক প্রতারক, দালাল অথবা স্বার্থপর ধান্ধাবাজ প্রচার সংস্থার কথিককর্মী মালিকের স্তূতিকারী শ্র্রমিক সুবিধাবোগী খবরদাতা মুখোশধারী সংস্কৃতিসেবী ঘুষখোর কেরানি, সুদের কারবারি কিডনি বিক্রেতা হাসপাতাল মালিক গরিবের রক্তখেকো ধনিক অথবা মানবপাচারকারী মানুষ ! আমি সেবক পুলিশ, চিকিৎসক রাজনীতিক কিংবা কত কী ! আমার কাঁধ বয়ে নিয়ে যাচ্ছে আমার মনুষত্বের লাশ ! -প্রান্তিক জসীম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।