স্বপ্নবাজ
মানুষ খুব সহজে বদলে যেতে পারে সময়ের প্রয়োজনে,
আদি উন্মাদনা ভুলেছি অনেক বছর আগে, যবে পৌত্তলিকতা ছেরেছি
সভ্যতার লাল-নীল বাতিতে আজ পৃথিবী আলোকিত নিজের মত করে
তবুও লুটেরা আমাদের জন্মভূমি জবরদখল করে তৈরী করে উপনিবেশ
কত সহজে নিলাম হয়ে যায় ইরাকের মত প্রাচীন অথচ পবিত্র সভ্যতা
অভুক্ত থাকার ভয়ে রাশিয়ার মেয়েরা বিক্রি হয়ে যায় সস্তা দামে
ভারতের বিষাক্ত চিনি আমরা কত সহজে হজম করে বেপরোয়া বাঙালী
চীনের মেলামিন দুধ গলা টিপে হ্ত্যা করে আমাদের নিষ্পাপ শিশুদের
আর আমাদের বিবেক হাসতে হাসতে মরে যায় আত্নহত্যা করে।
সভ্যতা আমাদের দিয়েছে অনেক কিছু-
মোবাইলের বোতাম টিপলেই শুনি প্রিয়জনের কন্ঠ
ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের পর্দায় ভেসে উঠে কত শত চেনা-অচেনা মুখ,
মনের কথা মনের জানালা ভেঙে চলে যায় অন্যের মনের দুয়ারে
কুৎসিত মনের অভিলাষ লেনদেন চলে সারারাত
আমারা খুব সহজে হারিয়ে যাই যৌবনের সমুদ্রে
আজ সভ্যতা নিমেষেই আমাদের অসভ্য করে তোলে খুব সহজে
আবেগ-বিবেক হাবু-ডুবু খায় যৌবনের রঙিন কারাগারে।
আমার কবিতার ভাষা খুব সহজ ও নির্লজ্জ
আমি চাই না-
আমার সমাজ বিক্রি হয়ে যাক দালালের হাতে,
আমার মা-বোন দিশেহারা হয়ে চলে যাক বিজাতির ঘরে,
আমার সংসারে অবলীলায় চলুক কৃষ্ঞলীলা
আমার ধর্মের গ্রন্থ বিক্রি হোক পর্ণগ্রাফির দোকানে
শাসনের নামে অবিরাম চলুক শোষণ
বিচারের নামে ইচ্ছে মত চলুক অবিচার
আর আমাদের যুবকেরা ঘুমিয়ে থাকুক সারারাত
চন্দ্রমূখির ঘরে বা নাচের আসরে,
আর তুমি নেশা করে বেসামাল হয়ে যাও আমার যন্ত্রসভ্যতা।।
বদলানো যাবেনা কাউকে-কোন কিছুকে.........
না আপন, না পর, না সমাজ, না সংসার,না আইন, না কানুন,
শুধু বদলানো যাবে নিজেকে, আমাকে, আপনাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।