কারো জন্য ভাল কিছু করতে না পারলেও কমপক্ষে ক্ষতি করা থেকে তো বিরত থাকতে পারি ইংরেজীতে একটি কথা আছে Politics can't be avoid অর্থাৎ পলিটিকস কখনো এড়ানো যায় না।
একটি গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে এটা এড়িয়ে চলা মোটেও সমিচিন নয় বরং গণতান্ত্রিক চর্চার প্রতি চরম অবহেলার বহি:প্রকাশ।
আবার সমস্যাও কম নয়। এই গনতন্ত্রের চর্চা করতে গিয়েই অনেক মুক্তিযোদ্ধা হয়েছেন রাজাকার আবার গনতন্ত্র চর্চার সুযোগ নিয়েই অনেক নামকরা ঘৃণিত রাজাকাররাও হয়েছে দেশের সর্বোচ্চ ক্ষমতায় আসিন।
গণতন্ত্র চর্চার নামে কেউ দিচ্ছেন হরতাল নামক গণ ভোগান্তি আবার কেউ করে যাচ্ছেন অকাতরে মিথ্যাচার, নাটক।
আবার গণতন্ত্রের ধারা রক্ষা কল্পেই কেউ প্রশাসনকে ব্যবহার করে গণতান্ত্রিক চর্চাকে ব্যহত করছেন। আবার অনেক দল এই প্রকল্পে নিজ দলের ক্ষুদ্র স্বার্থ জলাণ্জলী দিয়ে বড় দলের সাথে জুটি বাঁধছেন।
এহেন পরিস্থিতিতে কোন তরিকায় চর্চা করলে সঠিকরুপে গণতন্ত্রে চর্চা করা সম্ভব। কারন তরিকা না ধরে এগোলে নাকি ইসলামের সঠিক পথের সন্ধান মেলে না। তেমনি তরিকা বা রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রের পথও পাওয়া যায় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।