আমাদের কথা খুঁজে নিন

   

প্যারডি অব "তোমার বাড়ির রঙের মেলায়" মাফ চাইতাসি টু বাপ্পা মজুমদার এন্ড সঞ্জীব চৌধুরী অব দলছুট ।

তোমার হাতের মুঠোফোনে দেখেছিলাম ফেসবুক. . . . ফেসবুকের নেশায় আমায় ছাড়ে না । ডাইনে তোমার চাচার আইডি, বায়ের দিকে এ্যসাইনমেন্ট* সেই ভাবনাই ফ্রেন্ডলিস্ট আমার বাড়ে না । হঠাত্‍ তোমায় এড দিয়েছি, পোক দেই নি কোন দিন, ফ্রেন্ড হওয়া কি এতই সস্তা, রিপ্লাই দেও নাই এত দিন, ব্লক মারিতে গিয়াও ব্লক মারি না । ভুল করে ভুল হয়ে যায় যে, কেমনে কেমনে সারাক্ষন, না চাইলেও হঠাত্‍ দেখি, তোমার ওয়ালে আমার মন । ওয়াল দেখিলেও লাইক তো আমি দেই না । কত শত ট্যাগ দিয়েছি, লাইক তো দেও নাই কোনদিন, একটা লাইক তো দিতেও পারতে, আমার কাছে তোমার ঋণ, লাইক দিলেই তো পছন্দ হতে হয় না । তোমার হাতের মুঠোফোনে দেখেছিলাম ফেসবুক ফেসবুকের নেশা আমায় ছাড়ে না. . . *আসল গানে পুকুর ঘাটের কথা বলা হইসে bt পুকুর ঘাটের সাথে বয়স না বাড়ার কি সম্পর্ক তা আমি বুঝি নাই, কিন্তু এইখানে এসাইনম্যান্টের সাথে ফ্রেন্ডলিস্ট না বাড়ার একটা ব্যাস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান । মাইন্ড ইট ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.