আমাদের কথা খুঁজে নিন

   

একটি ১০০% খাঁটি চিটাইংগা প্যারডি

অচেনাকে চেনার আর অজানাকে জানার এক দুর্নিবার চেষ্টায় ছুটে চলেছি জীবন পথে......।

প্যারডিতে আমার হাত খারাপ না। হাত না, আই মীন মাথা। প্যারডি চর্চা করার সুযোগ হয় বছরে দুইবার-দুই ঈদে। ঈদের সময় আসলে আমরা চাচাতো ভাইবোনরা যখন একসাথে হই, তখন "অনুষ্ঠান" করার ধুমসে প্রস্তুতি শুরু হয়ে যায়। অনুষ্ঠানের মূল বিষয় নিয়ে এখানে লেখার ইচ্ছে আমার নেই, তবে সেই বিষয় বস্তু নিয়ে আমাদের প্রধান কাজ হয় যে যত বেশি গান/কবিতা/ কৌতুকের প্যারডি করতে পারে, তার রীতিমত প্রতিযোগিতার আয়োজন করা। অবশ্য সেই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠানের জন্য প্রতি ঈদে বেজায় প্রস্তুতি নেয়া হলেও এখনো তার দেখা মেলেনি। তবে লাভের লাভ একটা হয়, আমাদের প্যারডি চর্চার সুযোগ। গত বছর এক বন্ধুর এস এম এসের উচিত জবাব দিতে আশ্রয় নিলাম সেই প্যারডি বিদ্যের- তাও একেবারে খাটি আন্চলিক ভাষায়!! আজ যখন চারিদিকে কেবল দু:সংবাদ শুনি -রমজানে দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি, বন্যায় ডুবে যাওয়া স্বদেশ, ক্রিকেটেও হোয়াইট হোয়াশ বাংলার দামাল (??) ছেলেরা, তখনই আজ ব্লগার বন্ধুদের সাথে সেই প্যারডি এসএমএসটা শেয়ার করার খায়েশ জাগলো হঠাত: "তুঁই বরুনা অইলে অইয়োম, আঁই ডেক্সি তুঁই সি এন জি অইলে অইয়োম, আঁই টেক্সি তুঁই যদি দড়ি অ, আঁই অইয়োম রশি তুঁই যদি কিল অ, আঁই অইয়োম ঘুষি। তুঁই বিলাই অইলে আঁই, অইয়োম ম্যাঁও তুঁই কুত্তা অইলে অইয়োম আঁই ঘ্যাউ" (অ-চিটাইংগারা, নিজ দায়িত্বে বুঝে নিন)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.