পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
"আমারদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। মানুষ হইতে হবে এই যার পণ।" কবিতা টা সবার মনে আছে তো?
চলুন যাওয়া যাক এই কবিতার প্যারডিতে আমার লেখা দেখুন-
আদর্শ নেতা
আমাদের দেশে হবে সেই নেতা কবে?
গলায় না বড় হয়ে উন্নয়নে হবে।
চাপাবাজি ঠোঁটে হাসি অতি সাধারন
দূর্ণীতি করিতে হবে এই যার পণ।
দেশের বিপদে তার থাকে পিছুটান
নাই কি রক্তে তবু দেশপ্রেমের টান
কালোটাকা ব্যাঙ্কে জমা তাই নিয়ে ভয়
র্যাব ধরেছে এখন জেলে পড়ে রয়
এই নেতা কে চায়? বলো কোথায় কোথায়?
তাদেরিই কারণে দেশ আজ রসাতলে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।