আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আপনিও সামিল হোন : আসুন বাঁচাই একটি সম্ভাবনাময় তরুন প্রান

অনিশ্চয়তার পথে একাকী হেঁটে চলা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আপনিও সামিল হোন : আসুন বাঁচাই একটি সম্ভাবনাময় তরুন প্রান আমার খুব কাছের বন্ধু জামিল,পুরো নাম ডা:হাফিজুর রহমান। ইন্টার্নশীপের সময়টাতে প্রায়ই একসাথে ডিউটি পড়ত আমাদের। ওকে দেখেছি রোগীর জন্য পাগলের মত পরিশ্রম করতে,খেয়ে না খেযে কাজ করতে ঘন্টার পর ঘন্টা। অর্থোপেডিক্স এ ডিউটির দিনগুলো মাঝে মাঝে মনে পড়ে, টানা ২ দিন ২ রাত সে ডিউটি করত মাত্র ৪ ঘন্টা ঘুমিয়ে। অসংখ্য রোগীকে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখেছি।

প্রায়ই দেখতাম রোগী ওষুধ কিনতে পারছে না,কোথা থেকে ওষুধ যোগাড় করা যায়, কখনো বা নিজের পকেটের পয়সায় কেনার ব্যাবস্থাও করেছে। মুমূর্ষুর প্রয়োজনে দিয়েছে রক্ত। আমার এই বন্ধুটি ও তার পরিবার আজ একটি বড় পরীক্ষার সম্মুখীন। তার বড় ভাই হারিছুর রহমান সরকার, পেশায় একজন তরুন প্রতিভাবান সফটওয়্যর প্রকৌশলী। কর্মরত একটি পেশাদার সফটওয়্যার ফার্মে।

মাত্র ২৮ বছর বয়সে তার শরীরে নীরবে বাসা বেধেছে ঘাতকব্যাধি ক্যানসার। নীরবে বাসা বেধে সে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে তার শরীরের অন্যান্য কিছু জায়গায়। তার ডায়াগনোসিস: Moderately Differentiated Adenocarcinoma of Rectum with metastatic deposition in Liver and Lungs তার বর্তমান চিকিৎসা পরিকল্পনা: প্রাথমিক ভাবে ৬ সাইকেল কেমোথেরাপীর পর সবকিছু সন্তোষজনক ও আশানুরুপ থাকলে অপারেশনের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত অংশ কেটে বাদ দিয়ে পরবর্তীতে আরো ১৪ সাইকেল কেমোথেরাপী তাকে প্রদান করা হবে। বর্তমানে প্রতি সাইকেলে তার প্রয়োজনীয় ঔষধ সমূহ: Chemotherapeutic drugs: Inj.Oxaliplatine: Price- almost 25,000 BDT Tab. Xeloda 500mg: Price-18,000BDT Inj.Avastin: Price-1,40,000-1,50,000 BDT Other Drugs: Cap.Anadol(Tramadol HCl),Tab.Emistat(Ondesatron),Cap.Pregaba(75mg)(Pregabalin), Necessary Investigations: Complete Blood Count, Liver Function Tests, S.Creatinine Weekly করাতে হয়। কিন্তু বর্তমানে তার স্কুলশিক্ষক বাবার পক্ষে এই চিকিৎসার বিপুল পরিমান ব্যয় বহন সম্ভবপর হয়ে উঠছে না।

পুরো পরিবার আজ মানসিকভাবে বিপর্যস্ত। আমরা সবাই যে যার অবস্থান থেকে তার চিকিৎসায় সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তা স্বত্তেও অনেকটুকুই আমরা ব্যাবস্থা করতে পারছি না। তাই আমরা আপনাদের সকলের কাছে সহায়তাপ্রার্থী। দেশে-বিদেশে, যে যেভাবে সম্ভব আমাদের পাশে এসে দাড়ালে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।

যেভাবে সহায়তা করতে পারেন: অর্থ সহায়তা- ভাইয়ার চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য আমরা নগদ অর্থ অথবা ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সহায়তা সংগ্রহ করছি। আগ্রহী ভাই ও বোনেরা এই অ্যাকাউন্টএ অর্থ প্রেরন করতে পারেন। MD. HARISUR RAHMAN SARKER Account Number : 003-168093-011 Bank: HSBC, Dhaka, Bangladesh SWIFT CODE: HSBCBDDH Or please contact email : Ph: 01770148001 ঔষধ সংক্রান্ত সহায়তা-আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন ঔষধ শিল্প প্রতিষ্ঠান বা ঔষধ ব্যবসায় জড়িত আছি। যদি সম্ভবপর হয় কিছু প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করে আমরা তার জন্য পৌছে দিতে পারি। বেশী দামী ঔষধগুলোর মান নিশ্চিত করে, কোথাও যদি উল্লিখিত মূল্যের কমে পাওয়া যায় বা কমে পাওয়ার ব্যবস্থা করা যায় তা অনুগ্রহপূর্বক আমাদের জানালে কৃতজ্ঞ থাকব।

ডায়াগনস্টিক পরীক্ষা বিষয়ে সহায়তা- এখানে কেউ মানসম্মত কোন ডায়াগনস্টিক ল্যাবের সাথে সংশ্লিস্ট থাকতেও পারেন। যদি এরকম কেউ তার প্রয়োজনীয় পরীক্ষাগুলো সম্ভব হলে বিনামূল্যে বা কমমূল্যে করার ব্যবস্থা করে দেবার ব্যবস্থা করতে পারেন, আমরা আন্তরিক কৃতজ্ঞ থাকব। মানসিক সমর্থন ও প্রার্থনা- এই সহায়তাটি চাইলে আমরা সবাই করতে পারি। ভয়াবহভাবে ক্যান্সারে আক্রান্ত একজন তরুনের মানসিক অবস্থা নিশ্চই আমরা অনুধাবন করতে পারি। তাকে অন্ততঃ মানসিকভাবে সাপোর্ট দিতে পারি, ক্যান্সারের সাথে লড়াইয়ে সাহস যোগাতে পারি ফোন অথবা ই-মেইলের মাধ্যমে।

সাহস যোগাতে পারি তার মানসিকভাবে বিপর্যস্ত পরিবারকে। এবং সবাই তার আরোগ্যের জন্য প্রার্থনা করতে পারি, তার ও তার পরিবারকে ধৈর্য ধারন করার শক্তি যেন পরমকরুনাময় দেন। আমি জানি না আর কিভাবে তার পাশে এসে দাড়াতে পারি আমরা। তবে এতটুকু আশা করব আমার ভাইয়ের এই লড়াইয়ে আপনাদের আমরা সবসময় পাশে পাব। ।

আল্লাহ আমাদের সকলকে সে তওফীক দান করুন। আমীন। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.