ব্যাপ্টিস্ট ওই গীর্জায় বাজছে ঘড়ির ঘন্টা
ঢং ঢং ঢং ঢং,
অনুরণন।
সত্তর ডিগ্রী কোণে
পাশ ফিরে শুয়ে আছে ছেলেটা
আলুথালু বিছানা,
বাতিলি হিসেবের খাতায় গোটা হরফের
ডট পেনে লেখা
মৃত্যুর দামামা।
ঢং ঢং ঢং ঢং
অনুরণন।
কারখানার দূষিত বর্জ্য
মিশছে নদীর স্রোতে
ছেলেটার শিরার দূষিত রক্ত
ছুটছে সমস্ত শরীরে।
ঢং ঢং ঢং ঢং
অনুরণন।
আগন্তুক ব্যাঙ্গমার কন্ঠে আহবান-
ব্যাঙ্গমীর স্পর্শের আকুতি,
শতক্রোশ দূরে যাওয়া জীবনটা যেন
শুষ্ক ফুলের ছিন্ন বৃতি।
ঢং ঢং ঢং ঢং
অনুরণন।
গীর্জায় বাজছে ঘড়ির ঘন্টা
ঢং ঢং ঢং ঢং
ক্যান্সার গড়ছে বাসর
নিউরনে অনুরণন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।