আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যাভিটি

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট বাফেলোর গবেষকরা এ গবেষণাটি করেছেন।
মোট ৬২০ জন স্বেচ্ছাসেবকের সাহায্যে গবেষণাটি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল। গবেষণায় জানা গেছে, মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি কমাতে হয়তো দাঁতের ক্যাভিটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এ প্রসঙ্গে গবেষক দলের নেতা ড. মাইন টেজাল জানিয়েছেন, প্রথমবারের মতো তারা ক্যাভিটি এবং মাথা ও ঘাড়ের স্কুয়ামোস কোষের মধ্যে একটি সম্পর্ক  খুঁজে পেয়েছেন।
তবে তারা জানিয়েছেন, তারা এখনও সম্পূর্ণ নিশ্চিত নন ক্যাভিটি ক্যান্সারের ঝুঁকি কমাতে কতটুকু সাহায্য করে। এ জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তারা। তাদের গবেষণা সংক্রান্ত প্রতিবেদন দ্য জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকাল অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.