আমাদের কথা খুঁজে নিন

   

১৯৪৭ সালের সেপ্টোম্বর মাস

১৯৪৭ সালের সেপ্টোম্বর মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে থেকে পড়াশোনা করছেন। তারই সতীর্থ সিরাজুল হক (মরহুম এডভোকেট সিরাজুল হক/এডভোকেট আনিসুল হকের পিতা) একদিন দেখলেন বঙ্গবন্ধুর মন বেশ খারাপ। জিজ্ঞেস করে জানতে পারলেন, তার একটি কন্যা সন্তান জন্মলাভ করেছে, নাম রাখা হয়েছে শেখ হাসিনা। প্রিয় কন্যার জন্ম মুহুর্তে তার জন্য কিছু উপহার কিনে পাঠাবে সেরকম সামর্থ নেই।

সিরাজুল হক বন্ধু কে সাথে নিয়ে তাড়াতাড়ি মার্কেটে গিয়ে নিজ টাকায় কিনে আনলেন কিছু নতুন জামা-কাপড় যা তাত্ক্ষণিক পাঠানো হলো, নতুন জন্মনেয়া অতিথিরি জন্য। তারপর.... কেটে গেল অনকেগুলো বছর। দেশ স্বাধীন হল... বঙ্গবন্ধুও আর বেচে নেই...তার যোগ্য সন্তান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের সভানেত্রী। সিরাজুল হক দেশের খ্যাতিমান আইনজীবী এবং দলের একজন সিনিয়র নেতা। পতিত স্বৈরাচার এরশাদের মামলা পরিচালনা করার অপরাধে দল থেকে বহিস্কার করা হল পিতার ঘনিষ্ঠজন মুরুব্বী এডভোকেট সিরাজুল হক কে।

পেশাগত কারণে এ আইনী সম্পৃক্ততা এসব বলেও রেহাই পেলেন না তিনি। দলের পক্ষ থেকে সভানেত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিলেন এরশাদ কে যে কেউ সহযোগিতা করলে তাকে দল থেকে বহিস্কার করা হবে। দীর্ঘশ্বাস ফেলে দল থেকে দূরে থাকলেন বয়োবৃদ্ধ সিরাজুল হক। তারপর কেটে গেল আরও অনেকগুলে বছর....... সিরাজুল হক ও একদিন পরপারে পাড়ি জমালেন। আজ শেখ হাসিনা এরশাদের সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসীন।

একে অপরের সহযোগী সহযাত্রী..............। রাজনীতি কত অদ্ভুত.............. কত বৈচিত্রময়। ,,তথ্যসূত্র: বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম। সবার উপর দেশ, ১৭ মার্চ রাত ১১.১৫ মিনিটে প্রচারিত অনুষ্ঠান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.