আমাদের কথা খুঁজে নিন

   

স্বরূপ

আজ কলম আমার শানিত ছোড়া ব্যবচ্ছেদ করি আপন হৃদয় অবিরত ঝরনা ধারার মত লিখে যাব জীবন কথন আদ্যেপাদ্য বিশ্লেষন করব নিজেকে নিজেই । চুকিয়ে দিতে চাই জীবনের চাওয়া-পাওয়ার সস্তা হিসেব ! চুক্তিবদ্ধ জীবন যাপন থেকে মুখ ফিরিয়ে নিলাম, বাঁচতে চাই নিজের মত; আপন চিন্তা ধারায় । পাপ পূন্যের করচা তুলে রাখি পুথিগত বিদ্যার গ্রন্থ ভাঁজে । দূরদর্শনে প্রচারিত কোন মেকী চরিত্র নয় উন্মোচিত হোক মুখ ও মুখোশের আড়ালের প্রকৃত স্বরূপ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।