আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের স্বরূপ কি?



ইসলাম নিয়ে অনেক লেখা হচ্ছে এবং হবেও। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? একদিকে সোনালী ইতিহাস অন্য দিকে নির্মম বাস্তবতা। বর্তমান বাস্তবতা এবং নির্মমতা চলছে পাকিস্তানে। আমাদের অনেকেরই পিতৃভূমি। তালেবান নেতা সুফি মোহাম্মদের মতে " একমাত্র হজে যাওয়ার সময় মহিলারা বাড়ির বাইরে পা ফেলতে পারেন,অন্যথা নয়।

" এই কি ইসলাম? তাহলে আমরা তো কেউই ইসলামের অনুসারী নই। আমাদের বায়তুল মোকার্ রমের খতিব সাহেব বলেছিলেন 'দুই ঈদ ছাড়া মুসলমানের জীবনে কোন আনন্দ নাই। ' গত বিশ্ব কাপ ফুটবল চলাকালীন সিলেটের এক জন ফতোয়া দিয়েছিলেন যে ফুটবল খেলা দেখা যাবে না। অথচ আমরা খেলা দেখি, আমরা আনন্দ করি, নাচি গাই, আমাদের মেয়েরা অফিস আদালতে যায়, নাটক করে সিনেমা করে, গান গায়, আমরা ঘুষ খাই, দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে মুনাফা করি , মদ খাই সবই করি। কে না গান গায়? তাহলে কি আমরা ইসলাম বহির্ভুত জীবন যাপন করি? কোনটা স্বাভাবিক? ৫৩ সালে পাকিস্তানে কাদিয়ানী বিরোধী দাঙ্গার পর এর জন্য দায়ী মওদুদী কে ফাঁসীর আদেশ দিয়েছিল আদালত।

তখন বিচারপতি মুনীর তদন্ত করার সময় কয়েকটি প্রশ্ন করেছিলেন তদানীন্তন কয়েকজন ধর্মগুরুকে কিন্তু ইসলাম নিয়ে সেই প্রশ্ন গুলোর উত্তর দিতে গিয়ে পাকিস্তানের আলেমরা একমত হতে পারেন নি। তাহলে এই যে সাঈদী মার্কা লোকেরা সারাদিন নানা ব্যাখ্যা দিয়ে যাচ্ছে তার কোন টা সঠিক কোনটা বেঠিক আমরা কেমন করে বুঝবো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.