শাফিক আফতাব------------- তোমাকে মনে পড়েনা আর, কেনো পড়বে দেশে তো আর প্রেম নেই ? কামের বোতলে প্রেমকে বন্দি করে মানুষ কামুক বড় বেশি আজ ; পাশ্চাত্য দেশের অবাধ মেলামেশা মতোন পয়শায় প্রেমে কিনেই উপভোগের রাত্রি করে মাতালময়। এই হলো আজ আমাদের সমাজ। দেখুন রাস্তায়, পার্কে, ক্যাম্পাসে, লেকে সিটিবাসে কিংবা ফ্লাইওভারে মানুষ কীভাবে লগ্ন হয়, একে অপরের গায়ের গন্ধ শোঁকে ; অবিকল কুকুরে হৃদ্যতায় মতোন, ফুটপাতে কিংবা ট্রেনের করিডোরে যার যা ইচ্ছে করছে, বলছে এতে যা বলে বলুক সমাজের লোকে। মানুষের আজ সম্ভ্রম নেই, লজ্জা নেই, নেই লিঙ্গভেদ আর সততা ; আপন দর্পণে মুখ না দেখে ব্যবহার করছে অন্যের ক্যাবিনেট_ যে দিকে বৃষ্টি পড়ছে সেই দিকে অবশ্য বুদ্ধিমান মানুষ ধরছে ছাতা আপন বোনের খোঁজ রাখেনা কেউ, শালিকার জন্য উপহার একসেট। তোমাকে মনে পড়েনা আজ, মনে পড়ে তোমার দেহের গঠন ; সামাজিক জীবন যেহেতু আমি, আছে যেহেতু আমারো একটি মন। ০৮.০৭.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।