আমাদের কথা খুঁজে নিন

   

কিছু প্রেরণার কথা

স্বপ্ন যদি ছায়া ছুঁয়ে যায়........... মাটিতে ছড়ানো আঁশ, এ গলির দীর্ঘ চুলে কোন রোদের ইতিহাস নেই শুধু তেলচেটো শ্যাওলায় পিচ্ছিল গরাদের চোরা ফাঁদ। একটি টিকটিকি ঠিকই টপকে যায়, একটি বিড়ালও নির্বিঘ্নে, মথিত আকাঙ্ক্ষা নিয়ে কিছু সহজ মন দূর দিকে তাকায় উৎফুল্ল সভ্যতার ধোঁয়া ওঠে, স্বচ্ছ হয়ে যায় রঙিন কাচ, দামী ফ্লাটের শীর্ষে সৌখিন বৃষ্টি নামে। সাজানো কঙ্কাল আরও দূরে নিয়ে গেলেও তৃষ্ণায় ঘোচে না সুপেয় জলের সুখ। আগ্নেয় গোলক শুষে নেয় তপ্ত ঘিলু শুকনো পাতার ফাকে রাতের অন্তরালে রাত নিভে যায়, মানুষ আসে বিছানা ছেড়ে মানুষ হাঁটে, কেউ কেউ অস্থির হেঁটে যায়। তবু মানুষ নয়; পড়ে থাকা ধুলো কিছু প্রেরণা যোগায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.