তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল ভারতের দ্বিতীয় সত ব্যক্তি মমতা ব্যানার্জী। তৃণমূলের এক সংসদ সদস্য বলেছেন মহাত্মা গান্ধীর পরই মমতার স্থান।
এই কথা শুনে দারুণ হাসি আসলো। মমতা।
যার আচরণে মমতার লেশমাত্র নাই সে নাকি মহাত্মা গান্ধীর প্রায় সমকক্ষ।
আমার তো মনে হয় এই মহিলা হিংসুটে এবং চরমভাবে পরশ্রীকাতর। ক্ষমতার লোভ এবং যেন তেন প্রকারে ক্ষমতায় যাওয়ার চেষ্টা বার বার দেখেছি। এরা কংগ্রেস এবং বিজেপি সবার সাথেই জোট বাধে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য। আচরণে শালীনতা নেই, প্রতিবেশির জন্য দরদ নেই, এরা ভাল মানুষ হয় কি করে।
আর সততা মানে কি কেবল আর্থিক সততা? এই ব্যক্তির কি রাজনৈতিক সততা, প্রতিপক্ষের প্রতি অহিংশ মনোভাব আছে?
এখন স্বর্গ থেকে মহাত্মা গান্ধীর হাসির শব্দ পাওয়াটাই বাকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।