চলতে চলতে হয়ত একদিন পৌছে যাব।
ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল কংগ্রেসের সাধারন সম্পাদক রাহুল গান্ধী কারাগারে। উত্তর প্রদেশের সরকার কর্তৃক জমি অধিগ্রহনের প্রতিবাদে কৃষকদের সাথে আন্দোলনে নামেন রাহুল। সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহন করায় তাকে গ্রেফতার করা হয়। দল ক্ষমতায় থাকার পরও জেলে যাওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বিরল ঘটনা।
কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে তাই ঘটল।
আমাদের দেশের প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের একজন কর্মীকে গ্রেফতার হতে দেখা যায় না। মন্ত্রী বা এমপিদের গ্রেফতার করায় বিভিন্ন বাধা থাকে। এমনও শোনা যায় কাজ করতে গিয়ে মন্ত্রী এমপিদের ভুল ভ্রান্তি হতেই পারে। তাই কথায় কথায় যেন তাদের গ্রেফতার না করা হয় সরকার থেকে তার নির্দেশ দেয়া হয়।
কিন্তু ভারতে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে । সেখানে ক্ষমতাসীন দলের সাধারন সম্পাদক রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় তাকে গ্রেফতার হতে হয়।
একবার ভেবে দেখুন বাংলাদেশে এখন কোন পরিস্থিতিতে সৈয়দ আশরাফুল ইসলামের গ্রেফতার হওয়া কি সম্ভব?? না কি তা কল্পনার যোগ্য????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।