* কোন রোজাদার তার রোজার কথা ভুলে গিয়ে পানাহার বা স্ত্রী সহবাস করলে তার রোজা নষ্ট হবে না।(তবে স্মরণ হওয়া মাত্র এসব পরিহার করতে হবে) সহিহ মুসলিম।১/৩৬৪ হাদিস-১১৫৫ *রাতে গোসল ফরজ হয়েছে ,সেহরির ও সময় শেষ এমতাবসস্থায় গোসল নাকরে সেহরি খেয়ে রোজা রাখলে রোজা নষ্ট হবে না । (তবে সেহরি খেয়ে যত দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করতে হবে) সহিহ বুখারি,হাদিস -১৯৩১ *ফরজ গোসল না করে সেহরি খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে। ( তবে নাপাক থাকার কারনে গুনাহগার হবে।) ফাতাওয়া হিন্দিয়া,১/২০০। *রতিক্রিয়া ছাড়া শুধু কল্পনার কারনে শুক্র ক্ষরণ হলে রোজা ভঙ্গ হয় না। (তবে রোজা অবসস্থায় কু চিন্তা গর্হিত কাজ।) ফাতাওয়া হিন্দিয়া,১/২০৪।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।