আর টিভি তে গোলটেবিল দেখছিলাম। সেখানে এক পর্যায়ে মুফতি ফয়জুল্লাহ গনজাগরণ মঞ্চের বিরুদ্ধে অবস্থানের কারন হিসাবে বলেন যে, গনজাগরণ মঞ্চ যে স্পিকারের কাছে ৬ দফা দিয়েছিল তার ৩ নং দফায় ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধের দাবী উঠেছিল। সেখানে মারুফ রসুল প্রতিবাদ জানিয়ে বলেন যে এটা নাকি মিথ্যা। তাদের ২ য় দফায়. নাকি শুধু জামায়াত শিবির নিষিদ্ধের দাবী ছিলো। মাহী বি আর মুফতি সাহেব তাকে বারবার সতর্ক করে দিলেও তিনি ঘাড় গুঁজে মিথ্যাচার অব্যাহত রাখেন।
জানিনা এই মিথ্যাচার করে মারুফ সাহেব কি অর্জন করলেন। তিনি কি জনগনকে এতটাই বোকা আর অথর্ব মনে করেন? প্রত্যেকটি মানুষের মনে আছে ১০ ফেব্রুয়ারিকে তে পত্রিকা গুলোর কি হেডলাইন ছিলো। নাকি মারুফ সাহেবরা সত্যকে স্বীকার করতে ভয় পাচ্ছেন?
আসুন আবার মনে করা যাক কি ছিলো ৬ দফায়
১)
কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ
শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে। ২) আন্তর্জাতিক
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বিবাদীপক্ষের মত
রাষ্ট্রপক্ষও যাতে সর্বোচ্চ শাস্তির জন্য আপিল
করতে আইন সংশোধন, আপিল বিভাগে সর্বোচ্চ ৩
মাসের মামলায় রায় নিশ্চিত ও এই মামলায়
রাষ্ট্রপক্ষের সাধারণ ক্ষমার ঘোষণার বিধান রহিত
করা, জামায়াত-শিবিরসহ ধর্মের
নামে রাজনীতি নিষিদ্ধ করা। ৩) জামায়াত শিবিরসহ
ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ ও গৃহযুদ্ধের
হুমকি দাতা জামায়াত শিবিরের
বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অপরাধে কঠোর
শাস্তি নিশ্চিত করা।
৪) যুদ্ধাপরাদীদের
বিচারে বিরোধীতাকারী রাজনৈতিক দল, শক্তি,
ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও আইনের আওতায়
এনে বিচার করতে হবে। ৫) পচাত্তরের
পরে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন
ছেড়ে দেওয়া যুদ্ধাপরাধী, রাজাকার ও আলবদরদের
পুনরায় গ্রেফতার ও বিচারের আওতায়
আনতে হবে। ৬) যুদ্ধাপরাধীদের বিভিন্ন ব্যবসায়ী,
সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান,
ইসলামী ব্যাংক, ইবনে সিনা, ফোকাস,
রেটিনা কোচিং সেন্টারসহ সকল প্রতিষ্ঠান নিষিদ্ধ
ও তাদের সকল প্রকার আয়ের উৎস্য খুজে বের
করতে হবে এবং তাদের গণমাধ্যম দিগন্ত টিভি,
নয়াদিগন্ত, আমার দেশ, সংগ্রাম, সোনার
বাংলা ব্লগসহ নিষিদ্ধ করতে হবে।
Click This Link
টকশো টি আজকে সকালে পুনরায় প্রচারিত হবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।