kamrul hasan গত রাতের অনেকটা সময় আমি টেলিভিশনে'র সামনে ছিলাম ।
যথারিতি টকশো । বিষয়ঃ প্রজন্ম চত্তর ।
আলোচনায় প্রজন্ম চত্তরের কয়েকজন প্রতিনিধি অংশ গ্রহন করেন । উনাদের নেতৃত্বে / সমন্বয়েই প্রজন্ম চত্তর জেগে আছে ।
সময় টিভি , channel 24 এ আমাদের প্রতিনিধিদের কথা স্রবন করলাম ।
উনারা কি বলছেন তা নিয়ে আমার কোন প্রস্ন নেই । ভাল বলেছেন ।
প্রস্ন হচ্ছে টকশোতে এখন ই যাবার সময় হয়েছে ?
একজন প্রতিনিধিও যদি ভুল করে একটি ভুল বার্তা বলে ফেলেন তাহলে কি হতে পারে ?
অথবা আমাদের প্রতিনিধি নয় এমন কেও যদি প্রতিনিধি সেজে ভুল বার্তা দেন ?
একবার ভাবুন , প্রজন্ম চত্তরে কেন বক্তৃতা দিতে দেয়া হচ্ছে না ?
কারন কিন্তু আমরা সবাই জানি ।
আমাদের দাবীতো একটাই , রাজাকার দের ফাসি চাই ।
চরমপত্র পাঠ ও শপথ করেছি লক্ষ মানুষ শাহাবাগে , টিভি এর সামনে শপথ করেছে
কোটি জনতা । সবাই জানি আমাদের দাবী কি ।
সকল টিভি - মিডিয়া আমাদের দাবী জানিয়ে দিচ্ছে দেশকে ।
প্রজন্ম চত্তরের স্লোগান ই আমাদের মুল দাবী । ওখানকার মানুষ জনতাই আমাদের নেতা ।
ঐ স্লোগান ই আমাদের নেসা । এর বাহিরে কোন হিসাব নাই -দাবী নাই ।
গত কাল লিখেছিলাম- ঘুমাবে না প্রজন্ম চত্তর ,একটা সময়ের পড়ে আমাদের ঘুম আসবে। কিন্ত মাথায় থাকতে হবে আমাদের বিবেক যেন ঘুমিয়ে না যায় ।
আজ কেন যেন মনে হচ্ছে আমাদের বিবেক ক্লান্ত হয়ে যাচ্ছে ।
তার পর কি বিবেক ঘুমাতে চাইবেনা ?
ঘুমন্ত বিবেক সহজেই ভুল করে , এটা সবাই জানেন ।
সবার কাছে সবিনয় অনুরোধ আমাদের স্লোগানকে প্রজন্ম চত্তরের মাইকে ধরে রাখি ।
আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত প্রচারের পাদ প্রদীপে না এলেই ভাল হবে বলে আমি মনে
করছি ।
আমরা ভুল করলে জাতি ভীষন কষ্ট পাবে । আমরা যেন ভুন না করে বসি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।