আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমবারের মতো টকশোতে যাবার অভিজ্ঞতা

গভীর কিছু শেখার আছে ....

একুশে টেলিভিশনের জন্য নির্মিত নতুন টকশো "মিডিয়া গসিপে" অতিথি হয়ে গিয়েছিলাম রবি ও মঙ্গলবার। ডিএফপিতে এই দুই দিন এর দুটি এপিসোডের রেকর্ডিং হয়েছে। দৈনিক ইত্তেফাকে বিনোদন সম্পাদক তানভীর তারেকের উপস্থাপনায় প্রথম দিন আমার সঙ্গে অতিথি হিসেবে ছিলেন মডেল ও অভিনেতা নিরব ও দৈনিক সমকালের বিনোদন বিভাগের সাব-এডিটর মঈন আবদুল্লাহ। আর দ্বিতীয় দিন আমার সঙ্গে অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী ফারজানা ছবি ও দৈনিক দিনকালের বিনোদন সম্পাদক আবদুল্লাহ জেয়াদ। মূলত মিডিয়ার নানা সমসাময়িক বিষয় নিয়ে বিনোদন সাংবাদিক ও সেলিব্রেটিরা আলোচনা করেন এই টকশোতে।

এর আগে মিডিয়াতে কাজের অভিজ্ঞতা হলেও টকশোতে অংশ নেবার অভিজ্ঞতাটি হলো এই প্রথম। প্রথমে একটু সংশয়ে ছিলাম যে, কি বলতে না কি বলে ফেলি তা নিয়ে! পরবর্তীতে অবশ্য তেমন কোন সমস্যা হয়নি। চারটি ক্যামেরায় পুরো প্রোগ্রামটি রেকর্ড করা হয়েছিলো। তবে একটাই প্রব্লেম ছিলো, তা হলো ভীষণ গরম! ডিএফপিতে সেন্ট্রাল এসি না থাকায় ও রেকর্ডিংয়ের সময় ফ্যান বন্ধ থাকায় গরমে একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা। মেকআপ গরমে গলে গলে পড়ছিলো।

সেজন্য অবশ্য একটু পর পরই গ্যাপ নিচ্ছিলাম ঘাম মোছার জন্য। তবে টকশোতে আলোচনার পুরোটাই ছিলো মিডিয়া কেন্দ্রিক। ফলে টকশোতে অংশ নেয়াটা বেশ এনজয়-ও করেছি। আর আরো অজানা যে বিষয়টি ছিলো তা হলো, টকশোতে অংশ নিলে আর্টিস্ট পেমেন্ট-ও পাওয়া যায়। [ বিঃদ্রঃ- টকশোটি চলতি মাসের ২৩ তারিখ থেকে প্রতি রবিবার রাত ১০-১০ মিনিটে প্রচারিত হবে।

]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.