পাখিটা কাল রাতে চলে গেলো পুষ্প ও বৃন্তের দ্বি-খন্ডিত পাঁজরে রেখেছে জমা অনাদিকালের সঞ্চয় কথা ছিলো বৃক্ষের সাথে সখ্যতা ও অভিজ্ঞতা নিতে পারলেই মানুষ বেঁচে যাবে লক্ষ বছর মহেনজোদারো হরপ্পা হয়ে আধুনিক মেকি সভ্যতার গুন টেনে ছায়ারা কথা রাখবে পাতায় পাতায় চন্দ্ররজনী গলে মিশে যাবে মধ্যদুপুর কিন্তু এতো কাছে নিশ্চিন্তপুর যোজন দূরে হলে ক্ষতি কি বৃক্ষের সাথে কথা হলো না জোছনা ও বৃষ্টিতে ভিজা হলো না আমারে আরেকবার পান্থসখা করিয়ো পর জনমে অমৃত হবো বিদায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।