আমাদের কথা খুঁজে নিন

   

বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয় (এই সরকার কি আগাছা না বৃক্ষ)



"বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়!" এ কথার অর্থ আমরা সবাই বুঝি। কিন্তু যে বৃক্ষ আগে ফল দিয়েছে তাকে নাম শুধাবার প্রয়োজন আছেকি? প্রয়োজন আছে বৈকি। আধুনিক যুগে কিনা হয়। কৃষি বিজ্ঞানীরা কত কিছু করে। ফুলের রং বদলে ফেলে।

নতুন ধরনের ফল জন্মায়। আর কত কিছু করতে পারে। তাই বৃক্ষ যদি আগে ফল দিয়েও থাকে আগামী ফল কি হবে তা হলফ করে নাও বলা যেতে পারে। আর এ জন্যই আমাদের আশার আলো নিভে যেতে যেতেও নিভে যায়না। আমাদের দেশের রাজনৈতিক ভুমি যখন পুরোপুরি অনুর্বর এবং খরায় ফেঁটে চৌচির তখন সেই মাটিতে গজালো কিছু একটা।

দেখতে পুরোপুরি আগাছা। আগাছায় আমাদের কতটুকু লাভ তা আমরা জেনেও তা পরিচর্যা করতে লাগলাম। আধুনিক যুগ কে জানে চেষ্টা করলে হয়তো অমৃত সম ফল ফলাতেও পারে। দেখতে দেখতে তিন মাস পার হয়ে গেল। যত দিন যায় ততই আরো বেশি করে আগাছার সাথে বেশি মিল পাই।

কিন্তু ভালো ফল পেতে হলেতো আগাছাকে বৃক্ষের মত সময় দিতে হবে। মনের সংশয় কিছুতেই কাটেনা। কৃষি বিজ্ঞানীরা তাঁদের ভেলকি বাজি দেখিয়ে এমন কিছু কি ফলাতে পারবে নাকি আগাছা আগাছাই থাকবে এই নিয়ে বড় চিন্তিত। ফল যদি বিফলে যায় তবে দেখা যাবে এক যুগ অপেক্ষা করে আগাছার মতই উপড়ে ফেলতে হবে। তবে আমূলে উপড়ে ফেলতে হবে যাতে আর কোন দিন গজাতে না পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.