গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত
তৃণলতা ও বৃক্ষাদি মানিয়া চলে তাঁহারই বিধান।
- সুরা আর রাহমান, আয়াত ৬
কা আ তরুবর পঞ্চবি ডাল (মানুষের দেহ একটি গাছ তার পাঁচটি ডাল)
- লুইপাদ, চর্যাপদ
এই আমাদের মূক সঙ্গী, আমাদের দ্বারের পার্শ্বে নিঃশব্দে যাহাদের জীবনের লীলা খেলা চলিতেছে তাদের গভীর মর্মের কথাতাহারা ভাষাহীন অক্ষরে লিপিবদ্ধ করিয়া দিল।
- জগদীশ চন্দ্র বসু
এমনকি যে কুঠার তাকে ধ্বংস করে তাকে ছায়া দিতে বন কোন কার্পণ্য করে না।
- গৌতম বুদ্ধ
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়
সবুজের অনটন ঘটে...
তাই বলো, গাছ তুলে আনো
বাগানে বসাও, আমি দেখি
চোখ তো সবুজ চায়।
দেহ চায় সবুজ বাগান।
-শক্তি চট্টোপাধ্যায়
একুশের কৃষ্ণচূড়া আমাদেরই চেতনার রঙ।
- শামসুর রাহমান
না পোড়াইও রাধা অঙ্গ না ভাসাইও জলে
মরিলে তুলিয়া রেখো তমালের ডালে
সেইত তমাল তরু কৃষ্ণবর্ণ হয়
অবিরত তনু মোর তাহে জনু রয়।
- বিদ্যাপতি
যদি তুমি একজন বৃক্ষ আলিঙ্গনকারী না হয়ে থাকো, তাহলে তুমি কী, একজন বৃক্ষ বিদ্বেষী?
- ডাও কপল্যান্
ভালবাসা ছাড়া জীবন যেন ফুল-ফল ছাড়া বৃক্ষ।
- কহলিল জিব্রান
আজ কেউ একজন ছায়ায় বসতে পারছে কারণ কেউ না কেউ বহুদিন আগে একটা গাছ লাগিয়েছিলো।
- ওয়ারেন বাফে
যে একটি বৃক্ষ লাগায় সে একটি আশা জাগায়।
- লুসি লার্কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।