মঙ্গলবার সকালে নলচিরা ঘাটের কাছ মোশারফ হোসেনের (৩০) ভাসমান লাশটি উদ্ধার করে স্থানীয়রা।
তমরুদ্দী ইউনিয়নের বেজুগালিয়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন ইবনে সিনা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
এ নিয়ে সরকারি হিসাবে সাতজনের মরদেহ উদ্ধার করা হল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। এরা হলেন বুড়িরচরের মধ্যম রেহানিয়ার আলাউদ্দিনের ছেলে মো. রাকিব (৩), গুলাখালি গ্রামের আজিজুল হকের দুইছেলে মো. সুমন ও রবিউল হোসেন।
গত রোববার সকালে হাতিয়ার নলচিরা ঘাটের কাছে অর্ধশতাধিক যাত্রী রিয়ে একটি সি-ট্রাক ডুবে যায়। স্থানীয়রা ওইদিনই ছয়জনের মরদেহ উদ্ধার করে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান বলেন, তাদের কাছে তিন যাত্রী নিখোঁজ হওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন স্বজনরা।
সোমবার দিনভর কোস্টগার্ড মেঘনায় উদ্ধার অভিযান পরিচালনা করলেও কারো সন্ধান পায়নি।
জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক পরিতোষ হাজরাকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কমিটিকে তদন্ত শেষ করার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আবহাওয়া স্বাভাবিক হলে তারা তদন্ত শুরু করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।