আমাদের কথা খুঁজে নিন

   

হাতিয়ায় ৫টি আগ্নেয়াস্ত্রসহ অপহূত ৫ জেলেকে উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আজ জলদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে অপহূত ৫ জেলেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড।
 
 
এ সময় দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় তৈরি পিস্তল, একটি কাটা রাইফেল, দুটি রামদা ও পাঁচটি ঢাল সহ দুই জলদস্যুকে আটক করা হয়েছে।
 
 
উদ্ধারকৃত জেলেরা হলেন-জুয়েল চন্দ্র দাস, রাধেশ্যাম, দুর্লভ কাহার, কৃষ্ঞ দাস ও টুটুল মজুমদার। তাদের প্রত্যেকের বাড়ি হাতিয়া উপজেলায়। আটককৃত দুই জলদস্যু হচ্ছে-জাহাঙ্গীর ও সুমন।

 
 
কোষ্টগার্ডের হাতিয়া ষ্টেশন অফিসার লেফটেন্যান্ট মোস্তাফিজুর রহমান খান জানিয়েছেন, শনিবার বিকেলে সাগরে মাছ ও কাকড়া শিকার করে বাড়ি ফেরার সময় জলদস্যুরা পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে আজ ভোর থেকে অভিযানে নামে কোষ্টগার্ড।   সাড়ে ১২টার দিকে নিঝুম দ্বীপের পাশে ঢালচর ও মৌলভীর চরে জলদসু্যদের আস্তানায় হানা দেয় কোষ্টগার্ড। এ সময় অস্ত্রসহ দুই জলসস্যুকে আটক ও অপহূত ৫ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয় কোষ্টগার্ড।
 
 
আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে হাতিয়া থানায় অস্ত্র ও অপহরণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 
 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.