আমাদের কথা খুঁজে নিন

   

হাতিয়ায় জলদস্যু বাহিনীর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ভালো লাগে ভ্রমন করতে, ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে, অবসর সময় ফেইসবুকে চ্যাটিং করি, সময় পেলে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে কাজ করি। হাতিয়া (নোয়াখালী): নোয়াখালীর হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল নঙ্গলীয়ার কালাদুর এলাকা থেকে অপহৃত দুই ভূমিহীন আজহার উদ্দিন (৪৫) ও আবুল হোসেনের (৪০) পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে মেঘনার জলদস্যু নিজাম বাহিনী। শুক্রবার দুপুরে অপহৃত আজহার উদ্দিনের স্ত্রী আয়েশা বেগম বাংলানিউজকে এ তথ্য জানান। আয়েশা বেগম বলেন, ‘বৃহস্পতিবার সকালে জলদস্যু নিজাম ডাকাত তার স্বামী ও আবুল হোসেনকে অপহরণ করে। এরপর মোবাইল ফোনে অপহৃত প্রত্যেকের মুক্তির জন্য ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

এছাড়া দাবির টাকা ৫ দিনের মধ্যে পরিশোধ না করা হলে তাদের হত্যা করা হবে বলেও হুমকি দিচ্ছে জলদস্যুরা। ’ পুলিশকে জানানো হয়েছে কিনা এ প্রসঙ্গ আয়েশা জানান, তিনি যাতে এ ব্যাপারে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নিতে পারেন, সে জন্য নিজাম বাহিনীর সদস্যরা তার বাড়ি পাহারা দিচ্ছে। ’ হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরণের কোনো অভিযোগ আসেনি। লোকমুখে শোনার পর আমি ইন-চার্জ আব্দুল মোমেনের সঙ্গে যোগাযোগ করেছি। তিনিও এ ব্যাপারে কিছু জানেন না বলেন আমাদের জানিয়েছেন।

’ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.