আমাদের কথা খুঁজে নিন

   

হাতিয়ায় ট্রলারে ডাকাতি, দুজন গুলিবিদ্ধ

রোববার দুপুরে হাতিয়ার চর কলাতলির পূর্বপাশে এমবি সুমাইয়া নামে মালবাহী ট্রলারে আক্রমণের সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে আরো অন্তত ছয় জন আহত হয়।
গুলিবিদ্ধ ট্রলারের সারেং আবুল কাশেম (৫০) ও তার সহকারী জামাল উদ্দিন (৪০) এবং আহত নাজিম উদ্দিন (৩০), হাবিবুর রহমান (৩৫), রেকব উদ্দিন (২২), আবদুল খালেক (৪০), ভুট্রো (২৫) ও সাকেরকে (১৮) হাতিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
সারেং আবুল কাশেম জানান, কক্সবাজারের মাতারবাড়ি এলাকা থেকে অপরিশোধিত লবন নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জে যায়। সেখান থেকে ফেরার পথে ডাকাতের কবলে পড়ে ট্রলারটি।
এ সময় ডাকাতদের ছররা গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ট্রলারের মাঝিমাল্লা-শ্রমিকসহ ৮ জন আহত হন।
ডাকাতরা তাদের কাছ থেকে ২০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন সেট ও ট্রলারে ব্যবহৃত জ্বালানি তেল নিয়ে যায় বলে জানান সারেং আবুল কাশেম।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহফুজুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.