আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী কর্মচারী ও ঘুষ এবং আমি.......



কিছুদিন আগে আমি সরকারী কর্মচারী ও তাদের সেবা এবং বেতন ভাতা নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। সেদিন অনেকেই আমাকে ' -' এবং... দিয়েছিলেন, অনুরোধ করেছিলাম নিজের অভিগ্ঘতা বর্ননা করার। তবে আমি আজকে টিন নাম্বারের জন্য ইনকাম ট্যাক্স অফিসে গিয়েছিলাম , মনে হলো অন্যায় করেছি,কেননা ৯:৩০ মিনিটে ও দারোয়ান পিয়ন ছাড়া সাহেবদের যে এখনো ঘুম ভাংগেনি। কিন্তু আমি ও যে চাকরী করি এবং দূভাগ্য(!)বসতঃ বেসরকারী প্রতিষ্ঠানে, আমার অফিস তো ৮:৪৫ এ শুরু হয়ে যায়, এডমিন অফিসারকে বলে এসেছিলাম আজকে আসতে আধাঘন্টা দেরী হবে, যদিও আমি তার চেয়ে অন্ততঃ তিনধাপ ওপরে চাকরী করি এবং নিয়ম মেনেই তাকে ইনফর্ম করে এসেছিলাম অথচ এদের অফিস যে এখনো শুরুই হয়নি । অতএব এডমিনকে পুনরায় ফোন করে আজকে ছুটির ব্যবস্থা করলাম।

এবং আমার অপেক্ষার পালা শুরু হলো ...... আমাদের টাকায় যাদের বেতন হয়.. আমি যে আজ তার সেবার অপেক্ষায়.... ১০:৫০ এ মহানুভব এলেন । আমি তাকে আমার প্রয়োজনটা বললাম এবং এও জানালাম যে টিনটা আমার খুব জরুরী । ওনি আমার কথা শুনলেন কি শুনলেন না আমি তা বুঝতে পারলাম না, ওনি কি একটা মিটিং এ যাবেন সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন এবং ওনি একজন পিয়নকে দেখিয়ে বললেন ওর কাছে আমার কাগজ পএ জমা দিতে। এবং ভানুমতির খেলা তখনি শুরু... ১০০০ টাকা ফি সহ ওর কাছে আমার কাগজপএ দিয়ে চলে আসার পথে ও কিছুটা অবাক হয়েই আমার দিকে তাকালো, বললাল তুমি কিছু বলবে? .. স্যার এই টাকায় হবেনা, বললাম কেন হবেনা? ফি তো ১০০০ টাকাই। স্যার আগামী ছয়মাসে ও আফনার কাজ ওইবোনা আর আমাদের অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয়না , কথাগুলো বলার সময় সে অত্যন্ত গর্ববোধ (!!!!)করছিল।

তো আমি বললাম তোমাকে কত দিতে হবে? স্যার আমাকে চা-পান খাওয়ার.... আর বড় স্যারদের জন্য ২০০০ টাকা। আমি অবাক হয়ে বললাম ১০০০ টাকা ফি আর ২০০০ টাকা ঘুষ দিতে হবে,,, মনে মনে টিআইবি র রিপোর্টের কথা ভাবলাম... ওরা কত % এর কথা যেন বলেছিলো? এখানে তো দেখছি ২০০% ঘুষ!!!! সাবাস সরকারী কর্মচারী-কর্মকর্তা!!!! সরকারের ফান্ডে টাকা দিতে এসেও ২০০% ঘুষ দিতে হবে। আচ্ছা ওদের না কদিন আগে বেতন বাড়লো.. সাথে সাথে ঘুষের রেট ও বাড়লো নাকি? টিআইবি কি আরেকটা জরিপ চালাবে ? বর্ননাটা আর দিতে ইচ্ছে করছেনা... তবে জেনে রাখুন শেষ পর্যন্ত ১৫০০ টাকা ঘুষ দিয়ে এসেছি মানে ১৫০%, টাকাটা দেওয়ার সময় নিজেকে খুব ছোট এবং অপমানিত বোধ করছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.