বিস্তারিত জানতে ভিজিট করুন http://abhworld.com
ইদানিং সরকারী ও বে-সরকারী বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক বিতর্ক চলছে। তাই আমিও লিখতে বসলাম। সরকারী বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা বে-সরকারী বিশ্ববিদ্যালয়ের নাম শুনলেই নাক-মুখ সিটকায়। কিন্তু, তারা কি এটা কখনো ভেবে দেখেছে যে, যারা সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা পড়ে আমাদের দেওয়া টাকায় । কারণ, তাদের দাবি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ে বড়লোকের ছেলেমেয়েরা।
যদি তাই হয়, তাহলে বড়লোক আর ধনিদের দেওয়া করেই আমাদের দেশ আজ সচল। শিক্ষা ক্ষেত্রে এত বড় বড় বাজেট হচ্ছে। আমাদের টাকায় সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আপনারা শুধু ধনিরা টাকা দেয় আমি তা বলবো না। সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যে টাকা সরকার ব্যায় করে তাতে একজন দিন মজুরেরও অংশগ্রহন আছে, কৃষকের আছে এবং একজন পতিতা দেহ বিক্রি করে তার টাকায় যে কর দেয় তাও আপনার শিক্ষার জন্য ব্যায় হয়। তবে যারা ধনিক শ্রেনী তাদের টা বেশি।
একজন পতিতা তার তার দেহ বিক্রি করে যে টাকা দিচ্ছে তা দিয়ে হলে থাকছেন, অথচ পরিক্ষা দিচ্ছেন না, অহেতুক অনেক আন্দলোন করছেন।
রাজনীতির নামে চাদাবাজি করছেন, করছেন সন্ত্রাস। বি.সি.এস দিয়ে বড় কর্মকর্তা হয়ে কি করছেন ? দেশের জন্য কি করছেন ? ঐ পতিতার জন্য কোন ব্যাবস্থা করেছেন ? যার করে আপনি আজ এই চেয়ারে ?
আমি বলবো আপনারা তাদের জন্য কিছু করেন নি।
আমাদের বাবারা টাকা দিয়ে আমাদের পড়াচ্ছেন । জমি বিক্রি করেও পড়াচ্ছেন।
আমরা পড়ছি । গুন্ডামি বা মারা মারি করছি না। আমি সবার কথা বলছি না, তবে আপনাদের বেশির ভাগের কথা বলছি। আপনাদের শিক্ষকদের মাঝে রং খেলার দৌরাত্ব আছে। আছে গ্রুপিং লবিং।
আপনারা আপনাদের বন্ধুদেরও গুলি করেন। খুন করে ড্রেনে ফেলে রাখেন। কেন জানেন ? টাকার জন্য। আমরা এসব কিছুই এসব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে শিখছি না। আমাদের শিক্ষকেরা তাদের অবস্থানে থেকে সেরাটা দেবার চেষ্টা করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।