আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী চাকুরীজিবী

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

আমি একটা কথা শেয়ার করি,, আমি একজনকে চিনি যার ভাই খুবই মেধাবী ছিলেন । একসময় চাকুরী খোজার জন্য বাংলাদেশের গোয়েন্দা বিভাগে অথার্ত পুলিশের একাডেমীতে ভর্তির জন্য পরীক্ষা দেন । পরীক্ষায় পাশও করেন এবং যথারীতি ভালভাবেই । তাকে বাধাঁ দেওয়ার কিছুই ছিল না । কিন্তু যখন তিনি তার যোগদান পত্র গ্রহন করতে যাবেন তখন, জনৈক ঊর্ধতন কর্মকর্তা তাকেঁ ৩ লাক্ষ টাকা চা পানি দিতে বলে ! প্রথমে ব্যাপারটা মজা হিসেবে নিলেও কিছুক্ষণ পরে বুঝা গেল জনৈক ঊর্ধতন কর্মকর্তা কোন রসিকতা নয় বরং সত্যি সত্যিই ঘোষ চাচ্ছে ।

ঘুষ ব্যাপারটার বাস্তব অভিজ্ঞতা এই সাহেব এর ছিল না কিন্তু ঐ সময় হয়ে যায়, তখন অনেক কষ্টে বাবার কাছে টাকার ব্যাপারে সাহায্য চাইল, বাবা ছিল নীতিবান মানুষ । গ্রামের শেষ সম্বল টুকু বিক্রি করে যোগাড় করলেন । ঘটনা এখানেই শেষ নয়-..-- ট্রেনিং এর সময় একাডেমীতে পর্যন্ত ঘোষের ব্যাপারটি আসে । সাধারণ হাবিলদারও ঘোষ নেয় একাডেমীতে !!! টাকা দিলে ভাল রুম , টাকা দিলে ভাল খাবার, টাকা দিলে ভাল ঘোড়ার ট্রেনিং !!! না হলে জীবন ধারনের অযোগ্য রুম, নিম্ন মানের খাবার, দুবর্ল ঘোড়া .. টাকা দিলে ট্রেনিং এ সফলতার হাতছানি ???"""!!!!! বাবা আর কত দিবে ??? আবার জীবনের প্রথম পোষ্টিং নিয়েও ঘুষ ! আবার এই কারণে এই ব্যক্তি কসম কাটে তার দেশে এই দৈন্য দশা যাদের জন্য তাদেরও শায়েস্তা করবে আর তাদের থেকেও ঘুষ নিবে । তার পরিবারের জীবনের সমস্যার সুধে আসলে উসুল করবে ।

অথার্ত এক মেধাবী ছাত্রের পরিণতি ঘুষখোর এ । এতে তার কোন আফসোস নেই, সে লাথি মারে এই দেশের সরকারী কর্মচারিদের এবং রাজনৈতিক ব্যক্তি বর্গকে । এ দেশে কোন আইন নাই, না কোন কানুন, যাই আছে তা চাইলেও প্রয়োগ করা যায় না । ব্যাপারটা শুনার পর চিন্তা করলাম কাকে দোষ দিব নতুন এই ঘুষখোর তরুণকে? নাকি তারঁ মত হাজারো মেধাবী ছাত্র ছাত্রীকে ঘুষের পথে আনার জন্য দায়ী এসব রাজনৈতিক এবং সরকারী কর্মচারীদেরকে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.