সেদিন অফিসে বসে কাজ করছি, একটা লোক কিছু ক্যালেন্ডার এনে বলল, আপা সরকারী ক্যালেন্ডার লাগবে? ভাবলাম ভালইতো আগে ভাগে ছুটির খবর রাখা যাবে। লোকটা জানতে চাইল, ছোট না বড়। দুটোই রাখলাম।
বাসায় রওনা দেবার সময় মনে হল, আমি দুটো নিলাম কি জন্য, এখন এই বড় ক্যালেন্ডারটা বাসে করে নিয়ে যাওয়াই তো বিরক্তিকর। আচ্ছা ঠিক আছে বড়টা বাসায় রাখব আর ছোটটা ব্যাগে থাকবে -- এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম যে খুব বেশী বোকামী হয়নি।
বাসায় এসে বড় ক্যালেন্ডারটা দেয়ালে টাঙিয়ে বুঝলাম আসল বোকামীটা কোথায় হয়েছে। নেয়ার সময় দেখে নিইনি, টাঙানোর সূতাটা ঠিক মাঝখানে না, একটু ডান দিকে। ক্যালেন্ডারটা তাই একটু বাঁদিকে হেলে থাকে। মেজাজটা লাগে কেমন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।