আমাদের কথা খুঁজে নিন

   

একদিনের কক্সবাজার ভ্রমন। (ছবি ব্লগ)

আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo গত কিছুদিন ধরেই অফিসের কাজে ঢাকার বাইরে আছি। কাজ মূলত টেকনাফে ছিল। আসার পথে একদিন কক্সবাজারে কাটিয়ে এসেছি। এখন আসলে কক্সবাজার আগের মত নেই।

অনেক বেশি পর্যটক, সেই সাথে হোটেল এবং হোটেল ভাড়া, নানা রকম ধান্দাবাজ মানুষের আখড়া হয়েছে। এখন কক্সবাজারে ২/৩ দিন থাকতে যে খরচ হয় তা দিয়ে ছোটখাট কোন বিদেশ ভ্রমনই হয়ে যায়। তবে আমি সমুদ্র ভালোবাসি। সমুদ্রের সাথে আমার একটি অবিচ্ছেদ্য অংশ রয়েছে। তাই, যাই হোক না কেন, কক্সবাজার আমার অন্যতম প্রিয় শহর।

আমার প্রথম সমুদ্র দর্শন এখানেই। সারাদিনের কিছু ছবি দিলাম, সাধারন ক্যামেরায় তোলা হলেও ছবিগুলো দেখতে খুব বেশি খারাপ লাগছে না। ঐ আমাদের কটেজ। কটেজের ভিতরে। আমাদের সমুদ্র স্নান সী ফুড।

। নামমাত্র মুল্যে আমাদেরকে সরবরাহ করা হয়েছে। ভাবগ্রস্ত আমি। আমি যেখানে আছি সেখানেই থাকব, শুধু তোমারাই ঢেউ এর মত এলে আর গেলে। এ সৌন্দর্যকে বর্ননা করার ক্ষমতা আমাকে দেয়া হয় নি মারমেইড ক্যাফে।

জেন্টস টয়লেটের বাংলা যে এত কঠিন, তা আগে জানা ছিল না। একদিনের ভ্রমনে অতঃপর ব্যপক ক্লান্ত হইয়া বাড়ির পথ ধরিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।