আমাদের কথা খুঁজে নিন

   

একদিনের ঢাকাবাসী

জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...

অনেকটা হঠাৎ করেই সিদ্ধান্ত নেয়া। রাত বারটায় ঠিক করলাম আর ভোরেই গাড়িতে চেপে বসলাম। ব্যবসা সংক্রান্ত কাজ। সেই সাথে ইচ্ছে ছিলো বই মেলায় ঢু মারা। যাবার কথাটা যখন আলবাব বাইকে বললাম তখন তিনি বলে দিলেন আমার মনের কথাটাই যেন।

বললেন, ঢাকায় গেলে ব্লগের সদস্যদের সাথে দেখা করে এসো। আমিও মনে মনে অবশ্য আগেই ঠিক করে রেখেছিলাম সুযোগ হলে...। ঢাকায় যাবার পর আলবাব ভাই আমাকে কৌশিক ভাইয়ের নাম্বার দিলেন। তখন আমার কাছে ব্লগারদের সাথে যোগাযোগের দুটি রাস্তা। এক. কৌশিক ভাই, দুই. ইমন আপুর নম্বার।

ফ্রি হওয়ার পর আলবাব ভাইয়ের কথা অনুযায়ী প্রথম ফোনটা কৌশিক ভাইকেই করলাম। কিন্তুদু:খজনক হলো তিনি আমাকে চিনতে পারলেন না। অথচ আলবাব ভাই সাথে তার ফোনে কথা হয়েছে। এবং তিনি নাকি বলেছেন তার সাথে যোগাযোগ করতে। যা হোক সেই দু:খে ইমন আপুকেও আর ফোন করতে ইচ্ছে হলো না।

রাত একটার গাড়িতেই চেপে বসলাম। সিলেটের উদ্দেশ্যে। সন্ধ্যায় যখন অফিসে আসছি তখন আলবাব ভাইয়ের ফোন। তিনি ঢাকায় এসেছেন। জানালেন কৌশিক ভাই তার সাথেই।

তিনি কথা বলতে বললেও প্রথমে আমি সাফ না করে দেই। উনার সাথে কথাই বলব না। কিন্তু আলবাব ভাই বললেন, কোথাও একটা গলদ আছে। তুমি তার সাথে কথা বলে দেখ। ওকে তো আমার দারুণ লেগেছে।

কথা বললাম, তার কথাই ঠিক। আমি যখন কল করেছিলাম তখন অন্য কেউ হয়তো ধরেছিলো। যা হোক কৌশিক ভাইয়ের সাথে কথা বলে 15 ঘন্টার কষ্টটা সরে গেলো। এখন আফসোস হচ্ছে ...। ব্লগারদের কেউ সিলেট আসলে জানাবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।