এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
অনেক পুরানো ঘটনা, আমি তখন ১০ শ্রেনীতে পড়ি। একদিন আমি আর রিয়েল (আমার বন্ধু) কোচিং শেষে রাস্তায় বের হয়েছিলাম। ফার্মগেট বড় ওভারব্রীজের সামনে একটা ফাস্ট ফুডের দোকাণে দাড়িয়ে আমরা সিংগারা খাচ্ছিলাম। ঠিক সেই সময়ে একটা মজার ঘটনা ঘটেছিল, স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো তাই এই পোষ্ট...................................
আমরা যখন সিংগারা খাচ্ছিলাম ঠিক তখন ওভার ব্রীজের সিড়ি দিয়ে দুইটি মেয়ে নিচে নামছিল, স্বভাবতই আমাদের দুজনের চোখ পড়েছিল ঐ মেয়ে দুইটির উপর কেননা দুইটি মেয়েই ছিল অপরুপ সুন্দর।
সিংগারায় কামড় দিচ্ছিলাম বলে হয়তো অনত্র চোখ পড়তেই দেখলাম রাস্তার দুইপ্রান্ত ধরে দুজন ছেলে হনহনিয়ে সামনে এগোচ্ছে, তবে তাদের দৃষ্টি রাস্তার দিকে ছিল না ছিল ঐ মেয়ে দুইটির উপর।
ছেলে দুইটি কাছাকাছি আসতেই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে,
ঘটেছিলও তাই , ছেলে দুটোর মাঝে সজোরে সংঘর্ষ। একটা ছেলে তো পড়েই গিয়েছিল। চোখের সামনে এ রকম একটা ঘটনা দেখতে পেয়ে সেদিন আমরা অনেক হেসেছিলাম।
তবে মেয়ে দুটোকে তখন আমারা নতুন ভাবে আবিষ্কার করেছিলাম, কারন তারও তখন খুব ইনটেলিজেন্স হাসি হাসছিল।
ডায়রী থেকে সংকলিত..............১৯.০৬.০১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।