সঞ্জয় মিঠু
এখন জানালা খুললেই বিশাল আকাশ
এখন জানালা খুললেই কেবল ছবি!
মরা আলো জীবন্ত হয়ে ওঠে।
এখন দক্ষিণা বাতাস ছুঁয়ে যায় উত্তরের আঙিনা।
অস্থির পায়ে ছুটে যেতে হয় জানালায়-
নারকেল গাছের পাতা আর আটকে রাখে না আকাশকে
মাকড়শার জালে-
এখন জানালা গলেই সমস্ত সুবাস, সমস্ত চাওয়া
ওপারের জানালায়।
বিষন্ন দুপুরকে মনে হয় সোনা দিয়ে মোড়া,
দিনের শুরুকে রঙিন আঙিনা অথবা অন্যকিছু-
এখন রাতের তারা কবিতার পাতা
বাতাসে ছন্দ আর সুরের কথোপকথন
এখন জানালার ওপারে সেই দু’ চোখ
এখন জানালা খুললেই সেই স্বপ্নমুখ
এখন মনের এপাড় ওপাড় দু’ পাড়েই সেই ছবিটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।