আমাদের কথা খুঁজে নিন

   

খাটি বাংলা প্রেমিকদের তামিম ব্যাবচ্ছেদ।

মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। বাংলার মানুষ আজ আবার স্বীয় দেশের সংস্কৃতি আর মৌলিকত্ব বাচাতে এক হয়েছে। যেদিকেই তাকাই দেখি- তামিমের কোটি টাকার বিয়ে আর ভারতীয় নাচুনে- কুদুনে আনা নিয়ে ত্রাই ত্রাহি অবস্থা...!!! রাম- ছাগলের দল, ভণ্ডের দল- তোমরা সংস্কৃতির মৌলিকত্ব নিয়া কোটি কোটি থিওরি কপচায়া সারাদিন পর গিয়া কুমকুম, ঝুমঝুম, কাহানি টয়লেট কি, কিউকি মে ভি কাভি আবাল থি দেখবা- আর অন্যে দেখলে ইয়ো ম্যান... তুই কি বাস্টি!!!!! বদমাইশের দল- এক একটার মোবাইল, পিসি ঘাটলে হাজারটা পর্ণ বাইরাবে, স্ক্রিন সেভারে নাচবে সানি লিওন।

তোমার মুখে ভারতীয় নর্তকীর অশ্লীলতার অজুহাত শুনলে আমার কান্না চোখ দিয়া বাইর হইতে চায়না, তার তীব্রতা এতই বাড়ে যে সে অন্য পথ খুজে। কুকুরের দল- শারুক can, আমির can, সালমান can-দের জন্যে ক্যান ক্যান কইরা নিজে CAN'T হইয়া বইসা আছস স্টার প্লাস-মুভিজ-ওয়ান- জলশা-মলশা-খোলশা-র মাঝখানে। আশিকি ২ দেইখা চক্ষের দশ বালতি পানি দান করছস বাংলা মায়ের জন্যে, বাংলায় কে কবে জাতীয় চলচিত্র পুরস্কার পাইসে তার কথা শুনলে তোমার নাক কুচকায়া আসে, একজন শিল্পীর আরাধনার এই পুরস্কার যে প্রতি বছর ঠিক মত আয়োজনই হয়না, তাও তুমি জানো কিনা সন্দেহ!!! আবুলের দল- হাল্কা পাতলা কয়েকটা বাদে আমার এই চাটগায় এমন কয়টা হলুদের প্রোগ্রাম হইসে যেখানে বাংলা গানরে গালি দিয়া স্টপ করায়া হিন্দি গান বাজানো হয়নাই। বুকে হাত দিয়া সত্য ক। চাটগাইয়া বইলা এড়ায়া যাবা!!! বহুত দেখসি... বহুত... এই যে তামিম ভারতীয় প্রোডাক্ট আনতেসে, তগর কারনেই আনতে হইতেসে।

তোরা যা খাইতে চাস, এতদিন ধইরা খায়া আসছস- সেটাই আনতেসে। এই হিন্দি প্রেমের ব্রান্ডিং করছস তোরা, প্রমোট করছস তোরা, ওইটারেই স্ট্যান্ডার্ড বানাইছস তোরা, এবার গ্রাহকের দোষ...!!! শুধুই গ্রাহকের দোষ, একজন গ্রাহকের দোষ, তাও সে ছেলিব বইলা, বাচ্চা বয়েসে তার টাকা বেশি হয়া গেছে বইলা। মাম্মাহ- তোমাদের কার কোথায় চুলকানি, খাইজ্জানি সব বুঝি। সব বুঝি। সারারাত ভর মদ খায়া, হিন্দি গান শুইনা উদযাপিত গায়ে হলুদের সংস্কৃতি অমর হোক।

সকালে মদ ঘুম থিকা উইঠা ভারত বিরোধি শ্লোগান অমর হউক। আর অমর হউক ভন্ড বাংলা প্রেম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.